সবচেয়ে সস্তায় ইন্টারনেট পাওয়ার ক্ষেত্রে তৃতীয় স্থানে ভারত! কত নম্বরে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান?

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ইন্টারনেট (Internet) ব্যবহার করেন না এমন ব্যক্তি রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। দৈনন্দিন জীবনের অধিকাংশ কাজকেই সহজ করে তুলেছে এই মাধ্যম। পাশাপাশি ইন্টারনেটের উপর ভর করেই সমগ্র বিশ্ব আজ চলে এসেছে হাতের মুঠোয়। আর সেই কারণেই যতদিন এগোচ্ছে ততই বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা।

এদিকে যেহেতু সাধারণ মানুষও ইন্টারনেট ব্যবহার করেন সেই কারণে ডেটার দাম অবশ্যই তাঁদের নাগালের মধ্যে থাকা প্রয়োজন। আর সেই পরিসংখ্যানের বিচারে রীতিমতো এগিয়ে রয়েছে আমাদের দেশ। সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বিষয়ে একটি পরিসংখ্যান সামনে এনেছেন। যেটি অনুযায়ী জানা গিয়েছে, বিশ্বের মধ্যে ভারতে অত্যন্ত সস্তায় ডেটা ব্যবহার করা যায়।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, একটি সাম্প্রতিক গবেষণায় বিশ্বের বিভিন্ন দেশে মোবাইল ডেটা খরচের পরিপ্রেক্ষিতে একটি তালিকা তৈরি করা হয়েছে। ওই সমীক্ষায় বিশ্বজুড়ে মোবাইল ডেটা পরিষেবার মূল্যের পাশাপাশি অ্যাক্সেসেবিলিটির বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে। আর সেখানেই জানা গিয়েছে, ভারতে জিবি প্রতি অত্যন্ত সস্তায় ডেটা উপলব্ধ হয়।

ইতিমধ্যেই এই প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অফিসের টুইটার পেজ থেকে এই পরিসংখ্যানের ভিত্তিতে একটি টুইট করা হয়েছে। যেখানে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমানে ভারতে প্রতি জিবি ইন্টারনেট ডেটার খরচ ১০ টাকারও কম জায়গায় রয়েছে। এর ফলে সকলের সাধ্যের মধ্যেই ইন্টারনেটের অ্যাকসেসেবিলিটি রয়েছে।” পাশাপাশি, ওই টুইটে আরও বলা হয়েছে, এটি সম্ভবত বিশ্বে সবচেয়ে সস্তার ডেটার দর।

প্রসঙ্গত উল্লেখ্য যে, সম্প্রতি ফার্স্টপোস্টের প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে বিশ্বের তৃতীয় সর্বনিম্ন ডেটার দর রয়েছে ভারতেই। আমাদের দেশে প্রতি জিবি ডেটার দাম হল ০.১৭ ডলার। পাশাপাশি এই তালিকায় প্রথম স্থানে রয়েছে ইজরায়েল। সেখানে প্রতি জিবি ডেটার দাম হল ০.০৪ ডলার। এদিকে, এই তালিকায় স্থান পেয়েছে ভারতের দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং পাকিস্তানও। বাংলাদেশ রয়েছে ছয় নম্বর স্থানে। সেখানে প্রতি জিবি ডেটার দাম হল ০.৩২ ডলার। এছাড়াও পাকিস্তান তালিকায় রয়েছে সাত নম্বর স্থানে। সেখানে প্রতি জিবি ডেটার মূল্য হল ০.৩৬ ডলার।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর