বাংলাহান্ট ডেস্ক : প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় সাফল্য অর্জন করেছে ভারত (India)। রফতানিতে বড় অঙ্কের লাভ করে একধাক্কায় লাভের পরিমাণ বেড়েছে ১২.০৪ শতাংশ। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ২০২৪-২৫ অর্থবর্ষে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের রফতানি ছুঁয়েছে ২৩,৬২২ কোটি টাকা। গত অর্থবর্ষের তুলনায় তা ১২.০৪ শতাংশ বেশি। এর আগে প্রতিরক্ষা ক্ষেত্রে কখনো এত বেশি অঙ্কে পৌঁছায়নি ভারতের (India) রফতানি। আর তা নিঃসন্দেহে বড় সাফল্যের।
প্রতিরক্ষা ক্ষেত্রে রেকর্ড রফতানি ভারতের (India)
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়, বিগত অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির রফতানি প্রায় ৪২.৮৫ শতাংশ বেড়েছে। এর থেকেই প্রমাণিত হয়, বিশ্ব বাজারে ভারতীয় (India) সামগ্রীর গ্রহণযোগ্যতা এবং চাহিদা দুই বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি বিশ্বের অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম রফতানিকারক দেশগুলির সঙ্গেও ভারত ক্রমে সন্তোষজনক স্থানে উঠে আসছে। রফতানি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অর্থ।
সামরিক ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে উঠছে দেশ: প্রতিরক্ষা মন্ত্রকের তরফে যে বিবৃতি জারি করা হয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে, আগে ভারত (India) ছিল আমদানি নির্ভর দেশ। সামরিক সরঞ্জামের ক্ষেত্রে অন্যান্য দেশগুলির উপরে নির্ভর করে থাকতে হত ভারতকে। ককিন্তু এখন ভারত আত্মনির্ভর হয়ে উঠেছে। সামরিক ক্ষেত্রে দেশের অভ্যন্তরেই বিভিন্ন অস্ত্রশস্ত্র তৈরি করা হচ্ছে। দেশীয় প্রযুক্তিতে দেশীয় সংস্থাগুলি তৈরি করছে সামরিক সরঞ্জাম। মন্ত্রকের তরফে আরো জানানো হয়েছে, গত অর্থবর্ষে প্রায় ৮০ টি দেশে বিভিন্ন অস্ত্র, অস্ত্রের সরঞ্জাম, সিস্টেমের মতো জিনিস রফতানি করেছে ভারত (India)।
আরো পড়ুন : মোদীর পর যোগীই হবেন দেশের প্রধানমন্ত্রী? কী জানালেন আদিত্যনাথ?
লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিরক্ষা মন্ত্রক: উল্লেখ্য, প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতের (India) রফতানির অঙ্ক ছিল ২১,০৮৩ কোটি টাকা। আর চার বছর অর্থাৎ ২০২৯ সালের মধ্যে রফতানির ক্ষেত্রে এই অঙ্কটা ৫০,০০০ কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিরক্ষা মন্ত্রক। রফতানির সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের ভূয়সী প্রশংসা করেছেন রাজনাথ সিং।
আরো পড়ুন : নিষেধাজ্ঞা শিথিল হতেই বলিউডে কামব্যাক ফাওয়াদ খানের, পাক শিল্পীর বিরুদ্ধে ক্ষোভের আগুন মহারাষ্ট্রে
আত্মনির্ভর ভারতের স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত যেভাবে প্রতিরক্ষা ক্ষেত্রে রেকর্ড গড়ছে তা সাফল্যের মাইলফলক হিসেবেই দেখছেন তিনি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আত্মনির্ভরতার পথে এবং প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির ক্ষেত্রে গোটা বিশ্বে নেতৃত্বদানের ক্ষেত্রে এটি একটি গর্বের মাইলফলক। আগামীতে ভারত আরো উন্নতির পথে এগিয়ে যাবে বলেই আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা।