কানাডাকে বড় ঝটকা দিল ভারত, করোনা ভ্যাকসিন দিতে নারাজ ভারত সরকার

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (india) কৃষক আন্দোলনে পক্ষ নিয়ে প্রথম থেকেই ভারত বিরোধী নানা মন্তব্য করেছিল কানাডা (canada)। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau), প্রথম থেকেই কৃষকদের সমর্থন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) বিরুদ্ধে গিয়ে নানা মন্তব্য করেছেন। এমনকি ভারতের নিষেধাজ্ঞা উপেক্ষা করেও কৃষকদের সমর্থন করতে দেখা গিয়েছে ট্রুডোকে।

কানাডাকে নিয়ে ভারতের এবার ধৈর্যের বাঁধ ভেঙ্গে গিয়েছে। পূর্বেও একবার ভারতের আভ্যন্ত্ররীণ বিষয়ে ভারত বিরোধী মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছিল কানাডার প্রধানমন্ত্রীকে। ভারত হুঁশিয়ারি দিয়েছিল, ভারত বিরোধী মন্তব্যরের ফলে পরবর্তীতে এর প্রভাব পড়তে পারে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপর।

সোজা কথায় কাজ না হওয়ায় এবার ব্যাকা পথ ধরতে হল ভারত সরকারকে। ২৫ টি দেশকে করোনা ভ্যাকসিন দিয়ে সাহায্য করলেও, কানাডাকে এই মুহূর্তে করোনা ভ্যাকসিন দিতে চাইছে না ভারত। বর্তমান সময়ে কানাডায় করোনা ভ্যাকসিনের প্রয়োজন থাকা সত্ত্বেও, তাদের পূর্বেকার ব্যবহারের কথা মাথায় রেখে হাত বাড়াতে চাইছে না ভারত।

ভারতের সঙ্গে মনোমালিন্যের মধ্যেও ভারতের সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিনকে কানাডার সরকার ছাড়পত্র দিয়ে ১০ লক্ষ করোনা ভ্যাকসিনের অর্ডার দেয়। কিন্তু ভারত সরকার স্পষ্ট ভাষায় কানাডা বাদে বাকি ২৫ টি দেশকে ভ্যাকসিন দেওয়ার মান্যতা দেয়। যে তালিকায় রয়েছে, সৌদি আরব, কাতার, ব্রাজিল, মরিশাস, নেপালের মত দেশ রয়েছে।

ভারতের কাছে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন থাকা সত্ত্বেও কানাডাকে দিতে নারাজ ভারত। বিশেষজ্ঞদের ধারণা, ভারত বিরোধী গতিবিধির জন্যই কানাডায় ভারতের তৈরি ভ্যাকসিন পাঠাতে নারাজ ভারত সরকার।

সম্পর্কিত খবর

X