বাংলা হান্ট ডেস্কঃ ভারত আমেরিকাকে কড়া ভাষায় জবাব দিয়ে বাদামের উপর কাস্টম ডিউটি কম করবে না বলে জানিয়ে দিলো। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের তরফ থেকে বাদামের উপর ট্যাক্স কম করার দাবিকে মোদী সরকার খারিজ করে দেয়। আপনাদের জানিয়ে রাখি, গত মাসে আমেরিকার আটটি বস্তুর উপর ট্যারিফ বাড়িয়েছে ভারত, যার মধ্যে বাদাম ও আছে। বানিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল গত সপ্তাহে লোকসভায় বলেছিলেন, ভারত লাগাতার দ্বিপাক্ষিক ব্যাবসায়িক বার্তার মাধ্যমে এই ইস্যু নিয়ে আমেরিকার সাথে যোগাযোগ করছে, যদিও শুল্ক বৃদ্ধি নিয়ে আমেরিকা ভারতের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, আমেরিকার জেনারেল সিস্টেম অফ প্রেফারেন্স (GSP) প্রোগ্রাম অনুযায়ী, ৫ জুন থেকে প্রভাবিত ৬.৩ বিলিয়ন ডলারের ভারতীয় রপ্তানিতেও প্রস্তাব প্রত্যাহার করে।
আমেরিকা গত বছর মার্চ মাসে স্টিল আর অ্যালুমিনিয়াম প্রোডাক্টের আমদানিতে ২৫ শতাংশ এবং ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপিয়েছিল। এর জবাবে ভারত আমেরিকা থেকে আসা ২৮ টি দ্রব্যের উপর ট্যারিফ বাড়িয়ে দেয়, যেটা গত মাসের ১৬ জুন থেকে কার্যকারী হয়েছিল।
ইংরেজি সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইমস এর ছাপা খবরে বলা হয় যে, ভারতীয় দ্রব্যের উপরে আমেরিকার বর্ধিত ট্যাক্স এর বদলে আমেরিকার দ্রব্যের উপরে ভারতের অতিরিক্ত শুল্ক চাপানোর ফলে ভারতের রাজস্ব প্রায় ১,৫১৯ কোটি টাকা বাড়বে। এর মধ্যে শুধু বাদামে ১৭ শতাংশ অতিরিক্ত শুল্কের ফলে ৯৮.৭ মিলিয়ন ডলার (৬৯১ কোটি টাকা) এর রাজস্ব বৃদ্ধি হবে ভারতের। ভারত আর্থিক বছর ২০১৯ এ আমেরিকা থেকে ৬২৫ মিলিয়ন ডলার (৪৩৭৫ কোটি টাকা) এর বাদাম আমদানি করেছে।