বাংলাহান্ট ডেস্ক: নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে এবার ভারতে অনুপ্রবেশের অভিযোগ উঠল পাকিস্তানি সেনার বিরুদ্ধে। যদিও জম্মু ও কাশ্মীরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনার ভারতে (India) ঢোকার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পুঞ্চ জেলার কৃষ্ণাঘাঁটি এলাকায় গুলি চালানোর অভিযোগ উঠেছে পাক সেনার বিরুদ্ধে। পাকিস্তানি সেনার আক্রমণের পাল্টা জবাব দিয়েছে ভারতও।
পাকিস্তানকে মোক্ষম জবাব ভারতের (India)
সূত্রের খবর, ২ জন পাক জওয়ানের মৃত্যু ঘটেছে। তবে বিভিন্ন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী সেই সংখ্যাটা ৫। ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর , কৃষ্ণাঘাঁটি অঞ্চল মঙ্গলবার সারাদিন উত্তপ্ত ছিল গোলাগুলির লড়াইয়ে। পাকিস্তানি সেনাবাহিনীর সহায়তায় কয়েকজন জঙ্গি এই অঞ্চল দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। অনুপ্রবেশের ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য ভারতীয় সেনাবাহিনীকে ব্যস্ত রাখতে সীমান্ত লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে পাক সেনা। নাঙ্গি টেকরি ব্যাটালিয়নের জওয়ানরাও পাক সেনার বিরুদ্ধে পাল্টা জবাব দেন।
আরও পড়ুন : নববর্ষের উপহার! এবার থেকে পেনশনে মিলবে ‘এই’ বড় সুবিধা! কারা পাবেন জানুন
জানা যাচ্ছে, ভারতীয় সেনাবাহিনীর তরফে অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এমনকি পাল্টা জবাব দেওয়া হয় পাক সেনাকেও। দাবি করা হয়েছে, এই ঘটনায় মৃত্যু হয়েছে ৪-৫ জন অনুপ্রবেশকারী ও পাক সেনার। ভারতীয় সেনার গুলিতে ভেঙে গুঁড়িয়ে যায় পাকিস্তানি বাঙ্কার। যদিও সেনার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছুই জানানো হয়নি।
আরও পড়ুন : ভারত-চিন সম্পর্কে নয়া মোড়? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বিশেষ বার্তা জিনপিংয়ের
প্রসঙ্গত, দক্ষিণ পীর পাঞ্জাল অঞ্চলে নিয়ন্ত্রণ রেখা বরাবর সীমান্তে গত ২ মাস যাবৎ লক্ষণীয়ভাবে সংঘর্ষের ঘটনা বৃদ্ধি পেয়েছে। বারংবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাক সেনার (Pakistan Army) বিরুদ্ধে। পাল্লা দিয়ে বেড়েছে ভারতে (India) অনুপ্রবেশের চেষ্টা। ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) তরফে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে অত্যন্ত সতর্কভাবেই।
প্রসঙ্গত উল্লেখ্য, সংশ্লিষ্ট এলাকায় ৩১ মার্চ রাত থেকে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গিয়েছিল। পরিচিতি উত্তপ্ত হতেই সেখানে গুলির লড়াই চলে। এরপর ১ এপ্রিল ভোর থেকেই সার্চ অ্যান্ড ডেস্ট্রয়েন্ট চলছে অপারেশন। গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতেই ভারতীয় সেনাবাহিনী, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ একাধিক জায়গায় নজরদারি চালাচ্ছে এবং অভিযানে নেমেছে। ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনীর রাইজিং স্টার কোর অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।