বায়ুসেনার তাণ্ডবে ধরাশায়ী পাকিস্তান, ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডারও ধ্বংস করে দিয়েছে ভারত? ফাঁস উপগ্রহচিত্র

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় (India) বায়ুসেনার তাণ্ডবে তিন চারদিন ধরে কার্যত নাকানিচোবানি খেতে হয়েছে পাকিস্তানকে। পহেলগাঁও হামলার পর প্রত্যাঘাত হিসেবে পাক অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত। ভারতীয় (India) বায়ুসেনা সফল অপারেশনে ধ্বংস করে দিয়ে আসে পাকিস্তানের সযত্নে লালিত ৯ টি জঙ্গিঘাঁটি। মরিয়া হয়ে ড্রোন হামলায় ভারতীয় সেনাবাহিনীকে কাবু করতে চাইলে উচিত জবাব দেয় ভারত। উপরন্তু গত ১০ ই মে রাতে পাকিস্তানের একাধিক বায়ুসেনাঘাঁটিতেও হামলা চালিয়ে দুরমুশ করে দিয়ে আসে ভারত।

পাকিস্তানের ১১ টি বায়ুসেনা ঘাঁটিতে হামলা ভারতের (India)

১০ ই মে একরাতেই পাকিস্তানের ১১ টি বায়ুসেনাঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় (India) বায়ুসেনা। সম্প্রতি বেশ কয়েকটি উপগ্রহ চিত্র প্রকাশ্যে এসেছে যেখানে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, মুরিদকে বায়ুসেনা ঘাঁটির ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার থেকে অনতিদূরেই বড়সড় গর্ত তৈরি হয়েছে। আর এই চিত্রগুলি থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি পাক বায়ুসেনার ভূগর্ভস্থ ঘাঁটিতেও হামলা চালিয়েছিল ভারত (India)?

India reportedly attacked Pakistan muridke airbase understand storage

পাক ভূগর্ভস্থ ঘাঁটিতে হামলা ভারতের: মাক্সার টেকনোলজি নামে একটি সংস্থা সম্প্রতি প্রকাশ্যে এনেছে উপগ্রহ চিত্রগুলি। সেখানে দেখা গিয়েছে, পাকিস্তানের মুরিদকে এয়ারবেসের ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার থেকে ৩০ মিটার দূরেই প্রায় ৩ মিটার চওড়া গর্ত তৈরি হয়েছে। এই উপগ্রহ চিত্রগুলি পর্যালোচনা করে ড্যামিয়েন সাইমন নামে একজন জিও ইন্টেলিজেন্স গবেষক বলেন, যেভাবে বিরাট এলাকা জুড়ে গর্ত তৈরি হয়েছে তাতে অনুমান করা যায় যে সম্ভবত ওই স্থানে ভূগর্ভস্থ পরিকাঠামো ছিল। বায়ুসেনা ঘাঁটির কমান্ড এবং ড্রোন ব্যবহারের মতো বিষয়গুলি ওই স্থান থেকেই পরিচালনা করা হত বলে অনুমান করা যায়।

আরো পড়ুন : রাজ্য সরকারি কর্মীদের দাবি মানল সরকার! একধাক্কায় ১১% হারে DA বৃদ্ধি, কবে থেকে মিলবে?

উপগ্রহ চিত্রে চাঞ্চল্য: অনুমান করা যায়, ওই ভূগর্ভস্থ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল ভারত (India), যার জেরে তৈরি হয়েছে ওই বিরাট গর্ত। তার পাশে একটি ভবনের ছাদও ধসে পড়েছে বলে দেখা গিয়েছে উপগ্রহ চিত্রে। শুধু মুরিদকে নয়, নুর খান এয়ারবেসেও ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে ভারত (India)। প্রকাশ্যে আসা উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, বেশ কিছু জায়গা রীতিমতো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে ধ্বংসাবশেষের অনেকটাই এখন সরিয়ে ফেলা হয়েছে। হামলা চালানো হয় ভোলারি, জাকোদাবাদ, সুক্কুরের মতো বায়ুসেনা ঘাঁটিগুলিতেও।

আরো পড়ুন : মাঝরাতে আধঘন্টার ব্যবধানে জোড়া ভূমিকম্প মণিপুরে! কেঁপে উঠল বাংলাদেশের মাটিও

এর আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে বলতে শোনা গিয়েছিল, কীভাবে ৯/১০ তারিখে রাত আড়াইটের সময় জেনারেল আসিম মুনির তাঁকে ফোন করে জানান যে ভারত একেবারে পাকিস্তানের ভেতরে ঢুকে পড়েছে। নূর খান বিমানঘাঁটি সহ বেশ কয়েকটি বিমানঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে। ভারতের এই প্রত্যাঘাতেই কার্যত কোমর ভেঙে ধরাশায়ী হয়ে পড়ে পাকিস্তান।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X