একদিনে সুস্থ ৩ লক্ষ ৫৬ হাজার ৮২ জন, আশার আলো দেখছে ভারত

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। তবে এরমধ্যে কিছু স্বস্তির খবর আসছে। গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। পরপর তিনদিন ভারতের দৈনিক আক্রান্তের সংখ্যা নিম্নমুখী। স্বাভাবিক ভাবেই এরফলে আশার আলো দেখছে সবাই। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৯ হাজার ৯৪২ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৬ জনের।

তবে এরমধ্যে স্বস্তির খবর হল গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৬ হাজার ৮২ জন। সুস্থতার গ্রাফ দেখে গবেষকরা আশার আলো দেখছে। তবে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে আমাদের। দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা হয়েছে ২ কোটি ২৯ লক্ষ ৯২ হাজার ৫১৭। এদের মধ্যে ২ লক্ষ ৪৯ হাজার ৯৯২ জন প্রাণ হারিয়েছেন।

এছাড়াও গোটা দেশে এখনও পর্যন্ত ১ কোটি ৯০ লক্ষ ২৭ হাজার ৩০৪ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন। গোটা দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লক্ষ ১৫ হাজার ২২১। গোটা দেশে ১৭ কোটি ২৭ লক্ষ ১০ হাজার ৬৬ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে। আর গোটা দেশজুড়ে টিকাকরণ অভিযান চলছে।

X