বাংলাহান্ট ডেস্ক : ক্ষমতায় আসার পরে কয়েক বছর আগে ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) প্রজাতন্ত্র দিবসের রীতি বদলের সূচনা করেছিলেন। ঠিক হয়েছিল আত্মনির্ভরতার বার্তা দিতে ২৬ জানুয়ারির কুচকাওয়াজে প্রদর্শন করা হবে দেশে তৈরি অস্ত্র এবং সামরিক সরঞ্জাম। এবারেও সেই পথেই হাঁটলেন নমো।
প্রজাতন্ত্র দিবসে ভারতের (India) অস্ত্রের প্রদর্শন
ইতিমধ্যেই জানা গিয়েছে, আসন্ন প্রজাতন্ত্র দিবসের (Republic Day) দিন দিল্লির কর্তব্যপথে দেশবাসী পরিচিত হবেন সামরিক উৎপাদন ক্ষেত্রে ‘মেক ইন ইন্ডিয়া’র নতুন কয়েকটি নমুনার সঙ্গে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানা গিয়েছে, এ বারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রদর্শিত হবে ক্রুজ় ক্ষেপণাস্ত্র ব্রহ্মস।
এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগেই দেশে তৈরি হয়েছিল এই সুপারসনিক। এটি অবশ্য শব্দের চেয়েও বেশি গতিবেগ সম্পন্ন। পাশাপাশি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ডিআরডিও এবং ভারত ডায়নামিক্স লিমিটেড (বিডিএল)-এর তৈরি স্বল্পপাল্লার ‘ভূমি থেকে আকাশ’ ক্ষেপণাস্ত্র আকাশ থাকবে।
আরোও পড়ুন : দেশের মধ্যে বাংলায় প্রথম! খুশি হয়ে ঝুলি উপুর করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একই সঙ্গে সেদিন দেখতে পাওয়া যাবে ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র নাগ এবং ‘মাল্টি ব্যারেল রকেট সিস্টেম’ পিনাকার নতুন সংস্করণটিকেও। গত বারের মতোই এই বছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজেও দেখা মিলবে ডিআরডিওর তৈরি ভারী ট্যাঙ্ক অর্জুনের। এছাড়াও সাঁজোয়া গাড়িবাহিত ১৫৫ মিলিমিটার হাউইৎজ়ার ‘কে-৯ বজ্র’ থাকবে ।
গত দু’বছরের মতোই এবারেও ব্রিটিশ ২৫ পাউন্ডারের পরিবর্তে ‘২১ তোপধ্বনি’ করা হবে আমাদের দেশের (India) তৈরি ১০৫ মিলিমিটার কামান থেকে আনুষ্ঠানিক। তবে এখনও প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথির নাম ঘোষণা করেননি মোদী সরকার। তবে মনে করা হচ্ছে সেদিন ওই আসনে বসতে পারেন ইন্দোনেশীয় প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো।