বাংলাহান্ট ডেস্ক : ভারত ও রাশিয়ার (India-Russia) যৌথ সহযোগিতায় ভারতীয় নৌসেনা পেতে চলেছে নতুন অস্ত্র। খুব শীঘ্রই ভারতীয় নৌসেনার (Indian Navy) হাতে চলে আসবে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এবং ডুবোজাহাজ বিধ্বংসী প্রযুক্তিতে সজ্জিত ‘মাল্টি-রোল স্টেলথ্ গাইডেড মিসাইল ফ্রিগেট’ আইএনএস তমাল।
যুদ্ধজাহাজ নিয়ে ভারত-রাশিয়ার (India-Russia) নয়া প্ল্যান
বিশ্বের সবথেকে উন্নত ‘স্টেলথ্ গাইডেড মিসাইল ফ্রিগেট’গুলির অন্যতম আইএনএস তমাল নির্মাণ করা হয়েছে ইয়নটার শিপইয়ার্ডে। ২০১৬ সালের সমঝোতা এবং ২০১৮ সালে হওয়া চুক্তি অনুযায়ী রাশিয়া ভারতের জন্য তৈরি করছে আইএনএস তলোয়ার শ্রেণির চারটি স্টেল্থ ফ্রিগেট। মোট ২৫০ কোটি ডলারের (প্রায় ২১ হাজার কোটি টাকা) সেই চুক্তির প্রথম স্টেল্থ ফ্রিগেট আইএনএস তুষিল ইতিমধ্যেই হাতে পেয়েছে ভারতীয় নৌসেনা।
আরোও পড়ুন : কেজরীওয়াল কে হারিয়ে বিজেপির দিল্লি জয়ের রহস্য কি? সিক্রেট ফাঁস করলেন মমতা
এবার ভারতের হাতে রাশিয়া (India-Russia) তুলে দিচ্ছে দ্বিতীয় স্টেল্থ ফ্রিগেট আইএনএস তমাল। ভারতীয় নৌসেনার ২০০ জন অফিসার এবং কর্মী বর্তমানে রাশিয়ায় রয়েছেন অত্যাধুনিক এই যুদ্ধজাহাজ পরিচালনা ও প্রশিক্ষণের জন্য। সূত্রের খবর, আগামী জুন মাসে নৌসেনায় যুক্ত হয়ে আইএনএস তমাল অংশ নিতে চলেছে সমুদ্রযুদ্ধের মহড়ায়।
আরোও পড়ুন : তিন বছর আগে মমতাকে বিদ্রুপ! ২৫ এ এসে ইউটিউবারকে নিয়ে বিরাট রায় হাইকোর্টের
সমুদ্রযুদ্ধে পারদর্শী আইএনএস তমালে রয়েছে ব্রহ্মস সুপারসনিক (শব্দের থেকেও দ্রুত গতিবেগ সম্পন্ন) ক্ষেপণাস্ত্র। পাশাপাশি তমালের বিমান বিধ্বংসী কামান এক নিমেষে ঘায়েল করে দিতে পারে শত্রুপক্ষকে। একই সাথে ডুবোজাহাজ ধ্বংসকারী ৩০ ‘নট’ গতিবেগ সম্পন্ন টর্পোডো আইএনএস তমালে যুক্ত করেছে নয়া বৈশিষ্ট্য।
প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যুদ্ধবিমানে প্রথম ব্যবহার করা হয় স্টেল্থ প্রযুক্তি। পরবর্তীকালে অত্যাধুনিক এই প্রযুক্তির ব্যবহার শুরু হয় যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ এমনকি সামরিক হেলিকপ্টারেও। শত্রুপক্ষের নজর এড়িয়ে হামলা করার উদ্দেশ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে হিটলার বাহিনী নির্মাণ করেছিল স্বচ্ছ ফাইবারের যুদ্ধবিমান।