বাংলাহান্ট ডেস্ক : ৭০-র দশকে ভারতীয় সেনা বাহিনীর মুকুটে নয়া পালক যোগ করেছিল রাশিয়া থেকে কেনা ট্যাংক টি-৭২ (অজেয়)। এবার টি-৭২ (অজেয়)কে আরও অত্যাধুনিকভাবে সাজিয়ে তুলতে পুতিন সরকারের সাথে নয়া চুক্তি সাক্ষর করল ভারত (India-Russia)। দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২১৫৭ কোটি টাকার স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ট্যাংকের পুরনো ইঞ্জিন বদলে ফেলে টি-৭২-কে আরও শক্তিশালী করে তোলা হবে।
ভারত-রাশিয়ার (India-Russia) নয়া চুক্তি
পাশাপাশি এই যুদ্ধাস্ত্রে আনা হবে প্রযুক্তিগত কিছু বদল। টি-৭২ ট্যাংকের বেশকিছু প্রযুক্তিগত ত্রুটি লক্ষ্য করা যায় বছর পাঁচেক আগে। সেই ত্রুটি মেরামতি ও আধুনিক প্রযুক্তি যুক্ত করতে ভারত ও রাশিয়ার (India-Russia) মধ্যে গত শুক্রবার সাক্ষরিত হয় ২১৫৭ কোটি টাকার চুক্তি। জানা যাচ্ছে, চুক্তির শর্ত অনুযায়ী টি-৭২ ট্যাংকের ৭৮০ হর্স পাওয়ারের ইঞ্জিন বদলে বসানো হবে ১০০০ হর্স পাওয়ারের ইঞ্জিন।
আরও পড়ুন : দুই শিশুশিল্পীই জমিয়ে দিচ্ছে সিরিয়াল, শুটের ফাঁকে ‘দুগ্গামণি’র হাত ধরে “গুরুগম্ভীর” আলোচনা ফুগলার
‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির আওতায় যৌথভাবে ভারতের মাটিতেই নয়া ইঞ্জিন তৈরি করবে রুশ সংস্থা রোসোবোরোনএক্সপোর্ট। আর্মার্ড ভেহিকেলস নিগম লিমিটেড রাশিয়ার রোসোবোরোনএক্সপোর্টের সাথে যৌথভাবে এই গোটা কাজ করতে চলেছে চেন্নাইয়ের হেভি ভেইকেলস ফ্যাক্টরিতে। সূত্রের খবর, ইঞ্জিন আপগ্রেডেশনের পাশাপাশি ট্যাংকের মারন ক্ষমতা ও নজরদারি ব্যবস্থাতেও আনা হবে বেশকিছু বড় বদল।
২০২০ সালে লাদাখের গালোয়ানে চিনের সাথে সংঘাতের আবহেই ‘অজেয়’তে বেশকিছু খামতি নজরে আসে ভারতীয় সেনার (Indian Army)। লাদাখের মতো উঁচু দুর্গম এলাকায় লড়াইয়ের জন্য সবথেকে উপযুক্ত হালকা ওজনের কোনও ট্যাংক। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, টি-৭২ ট্যাংকের ইঞ্জিন ক্ষমতা বৃদ্ধি হলে লাদাখের মতো এলাকাতেও ব্যবহারের উপযুক্ত হবে ভারতীয় সেনার এই ট্যাংক।