বাংলা হান্ট ডেস্ক: এবার ভারত (India) এবং রাশিয়া (Russia) একে অপরের দেশে RuPay এবং মীর কার্ড (Mir Card) গ্রহণ করার সম্ভাবনা অন্বেষণ করতে পারে বলে জানা গিয়েছে। মূলত, মস্কোর উপর পশ্চিমীদের নিষেধাজ্ঞার পরে, উভয় দেশই অর্থ প্রদান সহজ করার লক্ষ্যে এরূপ ভাবনা ভেবেছে। সম্প্রতি, বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক সহযোগিতার (IRIGC-TEC) বিষয়ে উচ্চ পর্যায়ের সরকারি মিশনের বৈঠকে এই কার্ডগুলি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয় ও সম্মতিও পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।
RuPay এবং Mir Cards-এর ব্যবহারে সম্মতি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, RuPay (ভারত) এবং Mir Cards (রাশিয়া)-এর স্বীকৃতির ফলে ভারতীয় এবং রাশিয়ান নাগরিকদের ভারতীয় টাকায় এবং রাশিয়ান রুবেলে ঝামেলামুক্ত অর্থপ্রদান করতে সক্ষম করবে। উল্লেখ্য যে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভের সভাপতিত্বে সম্পন্ন হওয়া বৈঠকে, UPI এবং ব্যাঙ্ক অফ রাশিয়ার ফাস্টেট পেমেন্ট সিস্টেম (SBP)-এর মধ্যে আলোচনার মাধ্যমে সম্ভাবনা অন্বেষণ করার বিষয়টি সম্মতি পেয়েছে। এছাড়াও, আন্তঃসীমান্ত অর্থপ্রদানের জন্য রাশিয়ান ফাইন্যান্সিয়াল মেসেজিং সিস্টেম (SFMS), ব্যাঙ্ক অফ রাশিয়ার সার্ভিস ব্যুরো অফ ফিনান্সিয়াল মেসেজিং সিস্টেমস (SPFS) গ্রহণ করতেও সম্মত হয়েছে।
বড় ভূমিকা পালন করবে PayNow: জানিয়ে রাখি যে, বর্তমানে সুইফট নেটওয়ার্কের মাধ্যমে ভারত থেকে বিদেশে এবং বিদেশ থেকে ভারতে অর্থ প্রদান করা হয়। সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং UPI এবং PayNow-এর মধ্যে ক্রস-বর্ডার কানেক্টিভির লঞ্চ করেছেন।
এমতাবস্থায়, ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) এবং সিঙ্গাপুরের PayNow-এর সংযোগের মাধ্যমে উভয় দেশের মানুষ এখন দ্রুত এবং সাশ্রয়ী মূল্যে ডিজিটাল ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও, এর সাহায্যে সিঙ্গাপুরে বসবাসকারী ভারতীয় প্রবাসী শ্রমিকরা কম খরচে সিঙ্গাপুর থেকে ভারতে টাকাও পাঠাতে পারবেন।
এইসব ব্যাঙ্ক রেমিট্যান্স পাবে: উল্লেখ্য যে, PayNow-UPI লিঙ্কেজ হল বিশ্বের প্রথম রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেম লিঙ্কেজ যেখানে স্কেলেবল ক্লাউড-ভিত্তিক ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করা যায়। যা ভবিষ্যতে ট্রাফিকের বৃদ্ধিকে পরিচালনা করতে পারে। প্রাথমিকভাবে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং ICICI ব্যাঙ্ক আউটওয়ার্ড রেমিট্যান্সের সুবিধা দেবে। অন্যদিকে, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং ডিবিএস ইন্ডিয়া ইনওয়ার্ড রেমিট্যান্সের সুবিধা প্রদান করবে।