বিশ্বের সাতটি দেশের মধ্যে সবথেকে সুরক্ষিত ভারত জানালো WHO

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারণে ভারতের (India) থেকে অনেক অনেক বেশি বিশ্বের সাতটি দেশ আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি আর চিন সবথেকে বেশি প্রভাবিত হয়েছে। আমেরিকা সবথেকে বেশি রোগী আর সবথেকে বেশি মৃত্যুর কারণে শীর্ষে আছে। এই সাতটি দেশে যখন করোনার প্রথম রোগী পাওয়া গেছিল, আর সেখানকার সরকার লকডাউন ঘোষণা করেছিল, ততদিনে ওইসব দেশে ভাইরাসের আক্রমণের ২৭ থেকে ৫৮ দিন হয়ে গেছিল।

ভারতে প্রথম রোগী পাওয়া আর লকডাউনের ঘোষণা মধ্যে ৫৫ দিন অতিক্রান্ত হয়েছে। এরপর ভারত সেই সময় থেকে আজকের দিন পর্যন্ত এই সাতটি দেশের তুলনায় ভারত সবথেকে সুরক্ষিত দেশ। ভারতে ওই দেশগুলোর তুলনায় ভাইরাসের প্রকোপ অনেক কম। বিশ্ব স্বাস্থ সংগঠনের রিপোর্টে এটা প্রমাণিত হয়েছে যে, ভারত এখনো পর্যন্ত সবথেকে সুরক্ষিত দেশ।

শুধু WHO না, অন্যান্য দেশ গুলোও এই কথাই বলছে। পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকার প্রথম রোগী ২০ জানুয়ারি পাওয়া গেছিল, আর ১৩ই মার্চ রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম ন্যশানাল এমার্জেন্সি ঘোষণা করেছিল। ওই ৫৪ দিনে আমেরিকায় ১২৬৪ জন রোগী পাওয়া গেছিল আর ৩৬ জনের মৃত্যু হয়েছিল।

ভারতে প্রথম মামলা ৩০ জানুয়ারি কেরলে পাওয়া গেছিল, আর ২৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউনের ঘোষণা করেছিল। প্রথম মামলা পাওয়া আর লকডাউনের ঘোষণার মধ্যে ৫৫ দিন অতিক্রান্ত হয়েছিল আর রোগীর সংখ্যা মাত্র ৪৩৪ ছিল এবং মাত্র ৯ জনের মৃত্যু হয়েছিল।

আপনাদের জানিয়ে দিই, গোটা ভারতে এখনো পর্যন্ত 18,786 জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৪,৯০৭ টি মামলা সক্রিয়। 3,280 এই ভাইরাসকে হারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর 599 জনের মৃত্যু হয়েছে।

X