ঘন্টায় ১২,১৪৪ কিমি স্পিড! সাঙ্ঘাতিক এক ‘ব্রহ্মাস্ত্র’ আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীদের,চমকে গেল গোটা বিশ্ব

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতে (India) মহাভারত-রামায়ণের মতো  পৌরাণিক গ্রন্থে আমরা এমন কিছু লেখা পাই যা আজকের দুনিয়ায় দাঁড়িয়ে বিশ্বাস করা সত্যিই খুব কঠিন। ব্রহ্মাস্ত্র, মায়াবী দৈত্য কিংবা মুহূর্তে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়ার মতো পৌরাণিক ঘটনা আধুনিক পৃথিবীতে বিজ্ঞানের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়।

ভারতের (India) বিজ্ঞানীদের বেনজির কীর্তি

তবে বর্তমান বিজ্ঞানের যুগে বিজ্ঞানীরা এমন কিছু অসাধ্য সাধন করছেন যার ফলে পৌরাণিক ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটছে বারবার। এবার ভারতীয় সংস্থা ডিআরডিও (DRDO) এমন একটি ‘ব্রহ্মাস্ত্র’ তৈরি করে ফেলেছে যার গতি চমকে দিয়েছে গোটা বিজ্ঞানী মহলকেই। ২০০, ৫০০ কিংবা ১০০০ নয়, ভারতীয় বৈজ্ঞানিকদের তৈরি এই ব্রহ্মাস্ত্রের গতিবেগ ঘন্টায় ১২,১৪৪ কিলোমিটার।

আরও পড়ুন : বান্ডিল বান্ডিল টাকার বিনিময়ে পাকা চাকরি! ভিডিও ফাঁস করে তৃণমূল নেতার হাটে হাঁড়ি ভাঙলেন BJP নেত্রী অগ্নিমিত্রা পাল

হিসাব কষলে দেখা যাবে, এই গতিবেগে নয়াদিল্লি থেকে ওয়াশিংটন যেতে সময় লাগবে মাত্র এক ঘন্টার কাছাকাছি। ডিআরডিও’র তৈরি নয়া এই ব্রহ্মাস্ত্রটির নাম লং রেঞ্জ অ্যান্টি শিপ মিসাইল (LRAShM)। এটি এক ধরনের হাইপারসনিক গ্লাইড হাতিয়ার। ওড়িশা উপকূলে অবস্থিত ড. এপিজে আবদুল কালাম আইল্যান্ডে গত ১৬ নভেম্বর সফলভাবে পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে এই লং রেঞ্জ অ্যান্টি শিপ মিসাইলটির।

আরও পড়ুন : ‘ক্ষমতা আছে সেই সময় ৩১৩ টা চাকরি দেওয়ার…?,’ পাহাড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রান্তিক

জানা গিয়েছে, এই হাইপারসনিক গ্লাইডটির রেঞ্জ প্রায় ১৫০০ কিলোমিটার। সোজা ভাষায় স্থল এবং জল উভয় জায়গা থেকেই এই সুপার ব্রহ্মাস্ত্রটি ১৫০০ কিলোমিটার দূরে অবস্থিত শত্রুপক্ষের জাহাজ বা যুদ্ধ জাহাজ ধ্বংস করে দিতে সক্ষম মাত্র ৭-৮ মিনিটেই। গত নভেম্বর মাসে LRAShM-এর সফল উৎক্ষেপণ ভারতীয় নৌবাহিনীর মুকুটে যুক্ত করেছে নয়া পালক। 

India scientist and DRDO plan for LRAShM

অন্যদিকে, চিন ও আমেরিকার কাছেও এই ধরনের হাতিয়ার থাকলেও, ভারতের (India) বিজ্ঞানীরা (Scientist) LRAShM-এর মাধ্যমে স্ক্র্যামজেট এবং গ্লাইড টেকনোলজির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ডিআরডিওর’ তৈরি এই সুপার ব্রহ্মাস্ত্র মাত্র ১ সেকেন্ডে কভার করে ফেলতে পারে ৩.৩৭ কিলোমিটার দূরত্ব।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X