রানের পাহাড় গড়ল ভারত, ইংরেজ বোলারদের মেরে তুলোধনা করল বিরাট-রোহিত

বাংলা হান্ট ডেস্কঃ আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং ইংল্যান্ড। আজকের এই ম্যাচ কার্যত ফাইনাল ম্যাচ হতে চলেছে কারণ ইতিমধ্যেই চার ম্যাচের শেষে ফলাফল 2-2। তাই আজ যে দল ম্যাচ জিতবে তারাই সিরিজ জিতবে।

আজ টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠায় ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং বিরাট কোহলি। আজ রোহিত শর্মার সঙ্গে ইনিংস শুরু করেন অধিনায়ক বিরাট কোহলি।

34 বলে 64 রানে ইনিংস খেলে বলে বেন স্টোকসের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান রোহিত শর্মা। তবে রোহিত আউট হলেও ভারতের ব্যাটিং এর তার কোন ছাপ দেখা যায়নি। একই ভঙ্গিমায় ব্যাটিং করে যান ভারতের অন্যান্য ব্যাটসম্যানরা।

এইদিন ফের ব্যাট হাতে নিজের জাত চেনালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মাত্র 52 বলে 80 রানের মারকাটারী ইনিংস খেললেন কোহলি। কোহলির এই ইনিংসটি সাজান ছিল সাতটি চার এবং দুটি ছক্কা দিয়ে। এছাড়াও সূর্য কুমার যাদব করেন 17 বলে 32 রান। হার্দিক পান্ডিয়া করেন 17 বলে 39 রান। নির্ধারিত কুড়ি ওভার শেষে ভারতের স্কোর দুই উইকেটের বিনিময় 224 রান।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর