ভারতীয় বোলারদের অসাধারণ বোলিংয়ের সুবাদে ভারতীয় ক্রিকেটের মুকুটে যুক্ত হল নয়া পালক। চলতি বছরে ভারতীয় বোলাররা গড়লেন নজির।
বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের একদম শেষ ম্যাচে ভারতীয় বোলার দীপক চাহার তার পরপর তিন বলে তিনজন বাংলাদেশি বোলারকে আউট করে প্রথমবারের জন্য টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক নিয়েছেন। আর চাহারের এই হ্যাটট্রিকের সুবাদে এক ক্যালেন্ডার ইয়ারে ভারতীয় বোলাররা টেষ্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক নেওয়ার বিশেষ নজির গড়লেন। এর আগে এমন বিশেষ দৃষ্টান্ত কোনো দেশের বোলাররাই তৈরি করতে পারেন নি। ভারতই প্রথম দেশ হিসাবে এই বিশেষ নজির গড়লেন।
ইংল্যান্ডে বিশ্বকাপে ভারতীয় বোলার মহম্মদ শামী আফগানিস্তানের বিরুদ্ধে পরপর তিন বলে তিনটি উইকেট তুলে নিয়ে ওয়ানডেতে হ্যাটট্রিক করেছিলেন। তারপর দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে টেষ্ট ম্যাচে হ্যাটট্রিক করেন ভারতীয় পেসার জাসস্প্রীত বুনরাহ। আর এবার বাংলাদেশের বিরুদ্ধে টিটোয়েন্টি সিরিজে নাগপুরে হ্যাটট্রিক করলেন দীপক চাহার।
আর ভারতীয় বোলারদের মত এক ইয়ারে ক্রিকেটের তিনটি ফার্মেটে এমন কৃতি এখন পর্যন্ত কোনো দেশ গড়তে পারে নি। ভারতীয় কোচ এই বিশেষ কৃতিত্ব সম্পন্ন রূপে বোলারদেরই দিয়েছেন।