রোহিত- রাহুলের শতরান এবং পন্থ-আইয়ারের বিধ্বংসী ইনিংসের ফলে 387 রানের পাহাড় খাড়া করল ভারত।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের আজ দ্বিতীয় ম্যাচ ছিল বিশাখাপত্তনমে। সিরিজের প্রথম ম্যাচে হারের কারনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি ছিল ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচে হেরে গেলে সিরিজ হেরে যেত ভারত।

বিশাখাপত্তনমে এই সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রণ পোলার্ড। প্রথমে ব্যাটিং করতে এসে শুরুতেই আক্রমণাত্মক মেজাজে পাওয়া যায় ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং কে এল রাহুলকে। এই ম্যাচে ভারতের দুই ওপেনারের ব্যাট থেকে আসে জোড়া সেঞ্চুরি। রোহিত শর্মা করেন 138 বলে 159 রান এবং কে এল রাহুল করেন 104 বলে 102 রান। অধিনায়ক বিরাট কোহলি মাত্র এক বল খেলে শূন্য রানে আউট হয়ে ফিরে যান।

2019 6image 17 24 358619285rohitandrahul

কিন্তু তারপর ভারতের দুই তরুণ ব্যাটসম্যান ক্রিজে এসেই বিধ্বংসী ব্যাটিং করেন। শ্রেয়স আইয়ার করেন 32 বলে 53 এবং ঋষভ পন্থ করেন 16 বলে 39। আর এই বিধ্বংসী ইনিংসের ফলে নির্ধারিত 50 ওভারে পাঁচ উইকেট হারিয়ে ভারতের রান হয় 387।

ভারতীয় দলের স্কোরেকার্ড:-
Rohit159(138), Rahul102(104), Kohli(c)0(1), Shreyas Iyer53(32), Pant(wk)39(16), Kedar Jadhav16(10) not out, Jadeja0(0) not out।

Udayan Biswas

সম্পর্কিত খবর