চিনের দিন শেষ! আমেরিকার হাত ধরে বিরাট নজির গড়ল ভারত, মাথায় হাত জিনপিংয়ের

বাংলা হান্ট ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিনের ওপর শুল্ক আরোপের প্রসঙ্গের আবহেই এবার ভারতের (India) জন্য বড়সড় সুখবর সামনে এসেছে। যেই খবরটি নিঃসন্দেহে চিনের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে। সরকারি তথ্য অনুযায়ী, চলতি অর্থবর্ষের এপ্রিল-ডিসেম্বর নাগাদ আমেরিকায় ভারতের রফতানির পরিমাণ ৫.৫৭ শতাংশ বেড়ে ৫৯.৯৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মূলত, আমেরিকার বাজারে দেশীয় পণ্যের ভালো চাহিদা থাকায় এই রফতানি বেড়েছে। যেখানে ডিসেম্বরে শিপমেন্ট ৮.৪৯ শতাংশ বেড়ে ৭ বিলিয়ন ডলার হয়েছে বলেও জানা গিয়েছে।

নজির গড়ল ভারত (India):

বেড়েছে আমদানিও: অন্যদিকে, ২০২৪-২৫ সালের প্রথম ৯ মাসে আমদানি ১.৯১ শতাংশ বেড়ে ৩৩.৪ বিলিয়ন ডলার হয়েছে। যেখানে ডিসেম্বরে এটি ৯.৮৮ শতাংশ বেড়ে ৩.৭৭ বিলিয়ন ডলার হয়। বিশেষজ্ঞদের মতে, এহেন প্রবণতা দেখে অনুমান করা হচ্ছে আগামী মাসে দুই দেশের মধ্যে মোট বাণিজ্য বাড়তে থাকবে। এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে আমেরিকা ও ভারতের (India) দ্বিপাক্ষিক বাণিজ্য ৯৩.৪ বিলিয়ন ডলারের ছিল। অপরদিকে, ভারত ও চিনের মধ্যে এই পরিসংখ্যান হল ৯৪.৬ বিলিয়ন ডলারের।

India set a great example by taking the hand of America.

চিন-আমেরিকা দ্বন্দ্বে মিলবে লাভ: বিশেষজ্ঞদের মতে, আমেরিকা ও চিনের মধ্যে সম্ভাব্য “বাণিজ্য যুদ্ধ” ভারতীয় রফতানিকারীদের জন্য বিশাল রফতানির সম্ভাবনা তৈরি করবে। ২০২১-২২ সালে আমেরিকা ভারতের (India) সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ভারতের মোট পণ্য রফতানিতে আমেরিকার প্রায় ১৮ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। একই সময়ে আমদানিতে এই হার হল ৬ শতাংশের বেশি এবং দ্বিপাক্ষিক বাণিজ্যে এটি হল প্রায় ১১ শতাংশ।

আরও পড়ুন: মিলবে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা! PhonePe, Paytm-কে টক্কর দিতে এবার নয়া চাল আম্বানির

প্রভাব ফেলবে শুল্ক: এদিকে, বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যে আমেরিকা যদি কিছু ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বা শুল্ক আরোপ করে তবে এটি বাণিজ্যকে প্রভাবিত করতে পারে। গত বছরের ডিসেম্বরে ট্রাম্প বলেছিলেন যে, ভারত (India) প্রচুর শুল্ক আরোপ করে। তিনি ভারত কর্তৃক আরোপিত শুল্কের পরিবর্তে কিছু আমেরিকান পণ্যের আমদানিতে শুল্ক আরোপের কথা বলেছিলেন।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! এবার একগুচ্ছ ট্রেন বাতিল করল রেল, দুর্ভোগে পড়ার আগে এখনই নিন জেনে

চিন্তা বাড়বে চিনের: সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আমেরিকার সাথে ভারতের (India) ক্রমবর্ধমান বাণিজ্যের এই পরিসংখ্যান চিনকে বিরক্ত করতে পারে। আসলে, ট্রাম্প চিনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের কথা বলছেন। এই কারণে আমেরিকার সঙ্গে বাণিজ্য কমাতে পারে চিন। একই সঙ্গে আমেরিকার সঙ্গে ভারতের ক্রমবর্ধমান বাণিজ্য ভারতের জন্য নিঃসন্দেহে স্বস্তি এনে দেবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর