কৈলাশ দর্শনের পথ আরো সুগম করল ভারত, বাড়বে স্থানীয় বাণিজ্য

বাংলাহান্ট ডেস্কঃ শুক্রবার উত্তরাখণ্ডের তিব্বত ( tibet) সীমান্তে ধরচুলার লিপুলেখ পথটি সংযোগকারী নতুন রাস্তাটি ভারতের ( india) প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ( rajnath sing) উদ্বোধন করলেন। বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) কৈলাশ- মানস সরোবর এই নতুন রাস্তা মাত্র ৮০ দিনেই সম্পূর্ণ করেছে। এই রাস্তাটি যেমন পুন্যার্থীদের কৈলাশ- মানস সরোবরের যাত্রাপথ বেশ কিছুদিন কমিয়ে আনবে। তেমনই এই অঞ্চলের স্থানীয় বাণিজ্যকেও ( local trade) অনেকটাই এগিয়ে নিয়ে যাবে।

PicsArt 05 11 02.50.51

আশা করা হচ্ছে যে এই নতুন রাস্তা লিপুলেখ থেকে প্রায় 90 কিলোমিটার দূরের তিব্বতের কৈলাশ মানসরোবরের আসা তীর্থযাত্রীদের পথশ্রম কমিয়ে দেবে। রাস্তাটি ঘাটিবাগড় থেকে শুরু হয়ে কৈলাশ-মনসারোবরের প্রবেশদ্বার লিপুলেখ পাসে শেষ হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রাস্তাটি উদ্বোধন করার পরে বলেছিলেন, “এই গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগের কাজ শেষ হওয়ার সাথে সাথে স্থানীয় জনগণ এবং তীর্থযাত্রীদের বহু দশকের পুরানো স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণ হয়েছে।” পাশাপাশি তিনি জানান, এই অঞ্চলের স্থানীয় বাণিজ্য ও অর্থনৈতিক সমৃদ্ধি এই রাস্তার সাথেই বিকাশ লাভে দ্রুততা অর্জন করবে।

২০০৮ সালে এই রাস্তাটির নির্মাণকাজ শুরু হয়েছিল এবং এটি ২০১৩ সালে শেষ হওয়ার কথা ছিল, তবে নাজং থেকে বুন্দি গ্রামের মধ্যবর্তী অংশের শক্ত ভূখণ্ডের কারণে কাজ শেষ করতে দেরি হয়।

সম্পর্কিত খবর