বাংলাহান্ট ডেস্ক : ভারতের (India) জন্য অত্যন্ত সুখবর। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করা নিয়ে ইউক্রেনের (Ukraine) পর এবার ভারতের পাশে দাঁড়াল রাশিয়া (Russia)। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় এ প্রসঙ্গ নিয়ে মুখ খললেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শুধু ভারত নয়, তার পাশাপাশি ব্রাজিলকেও (Brazil) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করার দাবি জানিয়েছে মস্কো। ল্যাবরভ মনে করেন ভারত এবং ব্রাজিল নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার জন্য যোগ্য দাবিদার। তাঁর মতে, এই দুই দেশই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ৭৭তম অধিবেশন। সেখানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বক্তৃতার একটু আগেই মঞ্চে ওঠেন ল্যাভরভ। সেখানে ভারতের ব্যাপারে বলেন তিনি। ল্যাভরভ জানান, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদকে বাস্তব পরিস্থিতি বুঝতে হবে। তাঁর মতে, নিরাপত্তা পরিষদকে আরও বেশী মাত্রায় গণতান্ত্রিক করা দরকার। পরিষদের স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকার প্রতিনিধি রাখার বিষয়েও মত দেন তিনি। ল্যাভরভ বলেন, ‘আমরা জানি করেছি, বিশেষ করে, ভারত এবং ব্রাজিল আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এবং তারা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার যোগ্য দাবিদার।’
পরে সাংবাদিক বৈঠকে ল্যাভরভের কাছে জানতে চাওয়া হয়, কেন তিনি দক্ষিণ আফ্রিকার বদলে ভারত এবং ব্রাজিলকে স্থায়ী সদস্য করার দাবি জানান। সেই প্রশ্নের উত্তরে রুশ বিদেশমন্ত্রী বলেন, ‘আমরা ভারত এবং ব্রাজিলকে শক্তিশালী দাবিদার হিসাবেই দেখি। তাদের আন্তর্জাতিক স্তরে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি ভারত এবং ব্রাজিলের কথা তুলে ধরেছি একটাই কারণে যে, তারা এই সদস্যপদ পাওয়ার জন্য দীর্ঘ দিন ধরেই আনুষ্ঠানিক ভাবে দাবি জানিয়ে আসছে। ঠিক একই পথে আফ্রিকার দাবিও উঠে আসবে ভবিষ্যতে।’
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করার দাবি দীর্ঘ দিন ধরেই জানিয়ে আসছে নয়াদিল্লি। এ বার সেই দাবিকে আরও জোরালো করে দিলেন মস্কোর বিদেশমন্ত্রী। কিছুদিন আগেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার জন্য ভারত কাজ করছে। সেই মন্তব্যেরই প্রতিচ্ছবি এদিন দেখা গেল রাশিয়ার বিদেশমন্ত্রীর বক্তব্যে।