বাংলা হান্ট ডেস্ক : দিনের পর দিন ভারতের (India) গুরুত্ব বেড়ে চলেছে। আমেরিকা এবং ফ্রান্সের সাথে ঐতিহাসিক চুক্তির পর এবার ধীরে ধীরে গালফ দেশগুলোর সাথেও বড় চুক্তি স্বাক্ষর করছে ভারত। সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) সেন্ট্রাল ব্যাংকের সাথে। সেখানে ডিজিটাল লেনদেন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন দুই দেশের ব্যাংকের প্রধান।
গতকাল অর্থাৎ শনিবার নাগাদ UAE পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার উপস্থিতিতেই এই চুক্তি স্বাক্ষরিত হয়। উল্লেখ্য, কয়দিন আগে আবার ফ্রান্সের সাথেও UPI নিয়ে চুক্তি স্বাক্ষর হয়। তারপর বর্তমান বিশ্বের Trade Capital এ পরিণত হওয়া UAE এর সাথে এই চুক্তি বড় পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ভারতের একের পর এক পদক্ষেপ মার্কিন ডলারের একচেটিয়া রাজত্বের ওপর বড় আঘাত হানছে। এতে যেমন De-dollarisation এর পথ প্রশস্ত হচ্ছে তেমনই ভারতের বাড়ছে রুপির গুরুত্ব। যা আগামী সময়ে প্রস্তাবিত BRICS কারেন্সির পথ প্রশস্ত করছে। এদিকে UPI এর মাধ্যমে নিজের দেশের মুদ্রা ব্যবহার করায় খরচ কমার পাশাপাশি কম সময়েই আর্থিক লেনদেন করাও সম্ভব হবে।
এই পদক্ষেপের ফলে সেদেশে বসবাসকারী ভারতীয়রা যেমন প্রভূত সুবিধা লাভ করবেন তেমনই শক্তিশালী হবে রুপি এবং ভারতের Soft-Power। আপাতত যা খবর এসেছে তাতে জানা যাচ্ছে যে, ভারতের UPI এবং UAE এর IPP এর মধ্যে লিংক করার কথা ভাবা হচ্ছে। অনলাইন তো বটেই সেই সাথে দুই দেশের ক্রেডিট কার্ডও একত্রে ব্যবহার করা যাবে। যার ফলে বিনিয়োগ তো বটেই, সেই সাথে বিভিন্ন আর্থিক লেনদেন আরো সহজে সম্ভব হবে।
উল্লেখ্য আজ কমবেশি সারাবিশ্বেই সফলভাবে UPI এর ব্যবহার সম্ভব। তালিকায় UAE এবং France ছাড়াও নাম রয়েছে Singapore, Oman, Saudi Arabia, Malaysia, France, Belgium, Netherlands, Luxembourg, Switzerland, UK সহ ইউরোপিয়ান ইউনিয়ন। এছাড়া ভারত সরকার মোট ৩০টিরও বেশি দেশের সাথে এই নিয়ে আলোচনা চালাচ্ছে। যদিও VISA এবং Mastercard এর চাপের কারণে আমেরিকাতে এক্ষুণি উপলব্ধ নেই। কিন্তু অদূর ভবিষ্যত যে UPI এই দেশেও ছড়িয়ে পড়তে পারে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই।