ভাঙবে সমস্ত রেকর্ড! এবার হাড় কাঁপানো ঠান্ডা দেখবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, জানাল আবহাওয়া দপ্তর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বাড়ছে শীতের আমেজ। গতকাল মরশুমের প্রথম কুড়ির নিচে নামে মহানগরীর তাপমাত্রা। আগামী তিনদিনে রাজ্যের তাপমাত্রা আরও কমতে চলেছে, জানিয়ে দিল হাওয়া অফিস। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার আরও পতন লক্ষ্য করা যাবে। উত্তর (North Bengal) থেকে দক্ষিণ (South Bengal) আগামী কিছুদিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া? আবহাওয়া দপ্তরের (Weather Department) আপডেট কী বলছে?

weather winter

২-৩ ডিগ্রি কমবে তাপমাত্রা

আবহাওয়া দফতর সূত্রে খবর, এই সপ্তাহের শেষে আরও কিছুটা নামবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। অর্থাৎ শীঘ্রই জোরসে কামড় বসাবে শীত। চলতি সপ্তাহেই ২-৩ ডিগ্রি তাপমাত্রার পারদ নামবে। আগামী কিছুদিন পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১৫-২০ ডিগ্রির আশেপাশে থাকবে।

আরও পড়ুন: আজকের রাশিফল ২৪ নভেম্বর, প্রেমের জীবনে নয়া চমক এই তিন রাশির

কলকাতায় ১-২ ডিগ্রি কমবে তাপমাত্রা। চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা ১৮-২০ এর আশেপাশে থাকবে। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিনে জানানো হয়েছে, আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে বৃষ্টি হবে না। উইকএন্ডে খেল দেখবে তাপমাত্রা।

উত্তরবঙ্গের আবহাওয়া

আপাতত উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন লক্ষ্য করা যাবে না।

weather winter kolkata

আরও পড়ুন: খারাপ-ভালো একই সাথে! কোনদিকে যাবে পার্থ? বিচারকের ‘বড়’ রায়ে কপাল পুড়ল প্রাক্তন শিক্ষামন্ত্রীর

ফের ভিজতে পারে বাংলা?

আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আপাতত রাজ্যের কোনও জেলায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের (South Bengal) সমস্ত জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে। কলকাতার আবহাওয়াও শুষ্কই থাকবে। উত্তরবঙ্গেও বৃষ্টির কোনও চান্স নেই।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X