বাংলা হান্ট ডেস্ক : ঝড়ের গতিতে বাড়ছে মৃত্যু সংখ্যা। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক (Turkey) আর সিরিয়া (Syria)। বিশ্বের অধিকাংশ দেশই তুরস্কের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পিছিয়ে নেই ভারতও। নয়াদিল্লি চালু করেছে অপারেশন দোস্ত (Oparetion Dost)।
বিদেশমন্ত্রী ট্যুইটে জানান, ‘আমাদের দেশ বসুদৈব কুটম্বকম নীতিতে বিশ্বাসী। মানুষের পাশে দাঁড়াতে সদাতৎপর আমরা। ভৌগলিক এবং রাজনৈতিক অবস্থান তাঁদের যাই হোক না কেন, ভারতের সঙ্গে সমস্ত দেশের সম্পর্ক ঠিক রয়েছে।’
ভারত তুরস্ক এবং সিরিয়াকে চিকিৎসা সহায়তার পাশাপাশি এনডিআরএফ (NDRF)এর একটি দলকে ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োগ করেছে। অপারেশন দোস্ত ফ্রম ইন্ডিয়ার অধীনে মানবতার ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে বলে খবর। তুরস্কের নুরদাগি এলাকায় ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষকে সাহায্য করতে অবিরাম কাজ করে যাচ্ছে ভারতীয় দল। মানুষকে সাহায্য করার জন্য ভারতীয় সেনাবাহিনী তুরস্কের নামে একটি ৩০ টি শয্যার আর্মি ফিল্ড হাসপাতালও স্থাপন করেছে। আহত ব্যক্তিদের সেখানে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। ভারত পরিচালিত অপারেশন দোস্ত সম্পর্কে তুরস্কের রাষ্ট্রদূত ফিরাত সানেল জানান, ‘এটি বোঝায় যে ভারত আর তুরস্কের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ঠিক কতটা গভীর।’
সংবাদমাধ্যম সূত্রে খবর, একটি সি১৭ বিমানে করে ভারতীয় বায়ুসেনাদের একটি দলকে ত্রাণ দিয়ে পাঠানো হয়েছে। আজই তাঁরা তুরস্কে পৌঁছেছে। ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে নেমেই উদ্ধারকাজে হাত লাগাবে তাঁরাও। ২৫০ জন ভারতীয় সেনাকে পাঠানো হয়েছে সেখানে। প্রয়োজনে হাসপাতালেও কাজ করবেন তাঁরা। ১২৯ টন ওষুধ এবং মেডিকেল সরঞ্জামও পাঠানো হয়েছে। এ খবর বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচিও ট্যুইট করে জানিয়েছেন এই খবর।
ভূমিকম্পে বিপর্যস্ত দেশটিকে তহবিল দেওয়ার জন্য তুরস্ক ভারতকে ‘দোস্ত’ বলে অভিহিত করেছে। ভারতে তুরস্কের রাষ্ট্রদূত ফিরাত সুনেল নয়াদিল্লিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রয়োজনে একজন বন্ধুই যখন বিপদে পাশে দাঁড়ায় সেই-ই প্রকৃতপক্ষে বন্ধু।’