ক্রিকেট বিশেজ্ঞরা আগেই বলেছিলেন দিনরাতের টেষ্টে গোধুলি বেলায় গোলাপি বল দেখতে অসুবিধা হবে ক্রিকেটারদের। আর এবার তার প্রমান পাওয়া গেল। মঙ্গলবার কলকাতায় আসার পর বুধবার থেকেই প্র্যাকটিসে নেমে পড়েছেন ভারতীয় ক্রিকেটাররা। এইদিন প্র্যাকটিসের জন্য ভারতীয় দল বেছে নেয় পড়ন্ত বিকেলে বেলা। ভারতীয় দলের উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহাও এইদিন বললেন যে গোধূলি বেলায় গোলাপি বল দেখতে কিছুটা হলেও অসুবিধা হবে ক্রিকেটারদের।
দিনরাতের টেষ্টের ক্ষেত্রে পড়ন্ত বিকেলে অর্থাৎ ঠিক যে সময়ে সূর্যের আলো কমে আসে এবং ফ্ল্যাডলাইট জ্বালিয়ে খেলা হয় সেই সময়টা খুবই কঠিন। এই পরিস্থিতিতে ব্যাটসম্যানদের ক্ষেত্রে ব্যাটিং করা যেমন কষ্টকর তেমনি কষ্টকর ফিল্ডারদের ক্ষেত্রেও। আর তাই ঋদ্ধিমান সাহা পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছেন যদি ব্যাকগ্রাউন্ড পরিস্কার না থাকে তাহলে পিঙ্ক বলে খেলা খুবই কঠিন। তবে পুরোনো হলে পিঙ্ক বল কেমন হবে সেটা এখন বলা সম্ভব হচ্ছে না।
বুধবার বিকেলে দিনের আলো তখন শেষ হয়নি তার সত্ত্বেও ফ্ল্যাডলাইট জ্বালিয়ে ইডেনে নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করলেন রোহিত, পূজারা, রাহানে, মায়াঙ্করা। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেষ্টে ইন্দোরে শূন্য রানে ফিরতে হয় বিরাট কে। তাই দেশের মাটিতে প্রথম দিনরাত্রি টেস্টকে স্বরণীয় করে রাখতে এইদিন বিরাট কোহলি কে দেখা গেল বাড়তি পরিশ্রম করতে। এইদিন নেটে বিরাট প্রথমে পেস বোলিং সামলালেন পরে স্পিন বোলিং খেললেন।