ট্রেন রুখতে গিয়ে সোজা লাইনে ছিটকে পড়লেন বাম কর্মী! বনধের দিন সকালে হুলস্থূল কাণ্ড হাওড়ায়

বাংলাহান্ট ডেস্ক : সকাল থেকেই ভারত বনধকে ঘিরে বিক্ষিপ্ত উত্তেজনা রাজ্য জুড়ে। একাধিই জায়গায় চলছে বিক্ষোভ অবরোধ। বনধ সফল করতে পথে নেমেছেন বাম কর্মী সমর্থকরা। এরই মধ্যে অল্পের জন্য প্রাণ বাঁচল এক বাম কর্মীর। ট্রেনের চাকার নীচে পড়ে পিষে যাওয়ার হাত থেকে কোনও ক্রমে রক্ষা পেলেন তিনি। ট্রেনের চালকের তৎপরতাতেই বাঁচল প্রাণ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায়।

কেন্দ্রের একাধিক নীতির বিরোধীতা করে সোমবার এবং মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছে বামেরা। সেই বনধের আঁচ এসে পড়েছে বাংলাতেও। একাধিক জায়গায় চলছে বিক্ষোভ, অবরোধ মিছিল। হাওড়া এবং শিয়ালদহের কিছু লাইনে ব্যহত ট্রেন চলাচল। একাধিক জায়গায় সকাল থেকে চলে রেল অবরোধ। রেল লাইনে শুয়েও পড়েন কেউ কেউ। উলুবেড়িয়ায় ট্রেন থামাতে গিয়েই প্রাণ যেতে বসেছিল এক বাম কর্মীর। ট্রেন চালকের তৎপরতায় কোনও ক্রমে বাঁচে প্রাণ। আর চাঞ্চল্যকর এই ঘটনার ছবি এবং ভিডিওই ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়।

ভিডিওটিতে দেখা যাচ্ছে রেল লাইনের উপর বামদের লাল পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বেশ কয়েকজন। সেই সময়ই দূর থেকে আসতে দেখা যায় একটি লোকাল ট্রেন। আর তখনই চালকে বাধা দিতে ঝাপিয়ে পড়েন এক বাম কর্মী। কিন্তু ট্রেন থামার বদলে এগিয়ে যায় ওভাবেই। ফলে ওভাবেই লাইনের উপর ছিটকে পড়েন তিনি। কিছু মুহুর্ত পর অবস্থা বুঝতে পেরে ট্রেন থামান চালক। প্রাণ বেঁচে গেলেও অল্প বিস্তর আঘাত পেয়েছেন ওই বাম কর্মী।

এই ভারত বনধের প্রভাব যে বাংলাতেও পড়েছে তা বলাই বাহুল্য। রাজ্যজুড়ে উঠে আসছে একাধিক অশান্তি এবং উত্তেজনার খবর। সোমবার সকাল থেকেই রাস্তায় নেমেছেন বনধ সমর্থনকারীরা। এদিন সকাল থেকেই বারাসাতের চাঁপাডালি মোড়ে চলে পথ অবরোধ এবং বিক্ষোভ। অন্যদিকে চুঁচুড়া বাস টার্মিনাসে চলছে অবরোধ। সকাল থেকে একটিও বাস বেরোতে দেওয়া হয়নি সেখান থেকে। একাধিক জাতীয় সড়কে চলছে বিক্ষোভ। অবরুদ্ধ কলকাতার বহু রাস্তা। আটকে পড়েছে বাস, অটো। ফলে ভোগান্তি চরমে নিত্যযাত্রীদের।

এদিন সকালে উত্তেজনা সৃষ্টি হয় নিউটাউন এলাকাতেও। বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে চলে মিছিল। একই সঙ্গে বনধের সমর্থনে করা হয় পথ অবরোধও। নিউটাউন ঢালাই ব্রিজ এলাকায় পথ অবরোধ করে রাস্তার উপরেই টায়ার জ্বালিয়ে দেওয়া হয়। চলতে থাকে বিক্ষোভ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ এসে আগুন নিভিয়ে তুলে দেয় অবরোধ।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর