পাকিস্তানে হিন্দু মন্দির ভাঙচুরের ঘটনায় কড়া ভাষায় প্রতিবাদ জানাল ভারত, বার্তা পাঠাল ইসলামাবাদে

বাংলাহান্ট ডেস্কঃ পাকিস্তানে (pakistan) খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রান্তে হিন্দু মন্দির ধ্বংসের কড়া প্রতিক্রিয়া দিল ভারত (india)। তীব্রভাবে প্রতিবাদ জানাল পাকিস্তানের এই কাজের। জানা গিয়েছে, কূটনৈতিক স্তরে এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে ইসলামাবাদে।

সূত্রের খবর, পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রান্তের ওই হিন্দু মন্দিরটি সংস্কারের জন্য কিছুদিন আগেই সম্মতি দিয়েছিল স্থানীয় প্রশাসন। এই বিষয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে পাকিস্তানের ধর্মান্ধ মৌলবাদীরা। পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাতে চালাতে তারা এই মন্দির ধ্বংস করার দিকে এগোতে থাকে।

Pakistan Temple

খাইবার পাখতুনখোয়ার টেরি গ্রামে এক হিন্দু মন্দিরে আচমকাই হামলা চালাতে শুরু করে। মন্দিরটিতে ভাংচুর চালিয়ে ধূলিসাৎ করে দেয়। এমনকি মন্দিরে থাকা দেবদেবীর মূর্তিও তুলে এনে রাস্তায় ফেলে দেয়। এখানেই থামেনি ধর্মান্ধ মৌলবাদীরা। নিজেদের ক্ষোভের সম্পূর্ণ প্রকাশ ঘটিয়ে আগুন লাগিয়ে দেয় মন্দির চত্বরে। চোখের সামনে মন্দির শেষ হয়ে যেতে দেখেও ভয়ে কোনরকম প্রতিবাদ করতে পারে না হিন্দুরা। ঘটনার ভিডিও স‍্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরও, এবিষয়ে কোন মন্তব্য করেননি ইমরান খান।

https://twitter.com/voice_minority/status/1344227213621788675

পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় ক্ষেপে ওঠে ভারত। কড়া ভাষায় প্রতিবাদ জানায় পাকিস্তানের এই কর্মকান্ডের। কূটনৈতিক স্তরে এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার ভারতের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে ইসলামাবাদে। জানা গিয়েছে, এই ঘটনার সঙ্গে মূল অভিযুক্ত মৌলবাদী জামিয়াত উলেমা-ই-ইসলাম পার্টি। তবে এই ঘটনায় এখনও অবধি ৩১ জনকে গ্রেপ্তার করেছে পাক পুলিশ। ভারতের দিক থেকে চাপ আসায় রীতিমত অস্বস্তিতে পড়ে গেছে ইমরান খান সরকার।


Smita Hari

সম্পর্কিত খবর