বাংলা হান্ট ডেস্কঃ আরও কয়েকগুণ বৃদ্ধি পেল ভারতীয় সেনার (Indian Army) শক্তি। বুধবার জমি থেকে জমিতে লক্ষ্য ভেদে সক্ষম অগ্নি-৫ (Agni-V) মিসাইলের সফল পরীক্ষণ করল ভারত (India)। এই মিসাইল এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে লঞ্চ করা হয়েছিল। অগ্নি-৫ মিসাইলের রেঞ্জ ৫ হাজার কিমি পর্যন্ত বলে জানা যাচ্ছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ রাত ৭:৫০ নাগাদ এই মিসাইল এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে লঞ্চ করা হয়েছিল। কেন্দ্র পরিস্কার জানিয়ে দিয়েছে যে, তাঁরা তাঁদের নীতি বদল করছে না। এর মানে এই যে, ভারত প্রথমে কোনও হাতিয়ার ব্যবহার করবে না। তবে ভারত নিজেদের শক্তি বাড়ানোর জন্য সবরকম প্রচেষ্টা আর পরীক্ষণ চালিয়ে যাবে।
অগ্নি-৫ মিসাইলের সফল পরীক্ষণের ফলে ভারতীয় সেনার শক্তি যে কয়েকগুণ বৃদ্ধি পাচ্ছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে এই মিসাইল পরীক্ষণের ফলে চীন থেকে শুরু করে পাকিস্তান পর্যন্ত আতঙ্কিত।
দুই দেশের সবথেকে বড় প্রশ্ন হল, এই মিসাইলের আসল রেঞ্জ কত? চীন এর আগেই প্রশ্ন তুলেছে যে, ভারত মিসাইলের আসল রেঞ্জ বলছে না। চীনের আশঙ্কা ভারতের অগ্নি-৫ মিসাইলের আওতায় তাঁদের একটা, দুটো নয়, গোটা দেশ রয়েছে।