বাংলা হান্ট ডেস্ক: গত ১৫ ডিসেম্বর ওড়িশা উপকূল থেকে ভারী পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ (Agni 5)-এর সফল পরীক্ষা সম্পন্ন হয়। এমতাবস্থায় অগ্নি-৫-এর সফল পরীক্ষার পর নতুন বছরের শুরুতেই কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী-২ (Prithvi-II)-এর পরীক্ষা করল ভারত। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার ওড়িশার চাঁদিপুরের উপকূল থেকে পৃথ্বী-২-এর পরীক্ষাটি সম্পন্ন হয়।
ইতিমধ্যেই এই পরীক্ষার পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতির মাধ্যমে বলা হয়েছে যে, ‘‘পৃথ্বী-২ হল একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ১০ জানুয়ারি মঙ্গলবার ওড়িশার চাঁদিপুর উপকূল থেকে এই ক্ষেপণাস্ত্রের সফল ভাবে উৎক্ষেপণ হয়েছে।’’ পাশাপাশি মন্ত্রকের তরফে আরও জানানো হয়, “পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্র ভারতের পারমাণবিক শক্তির একটি অবিচ্ছেদ্য অংশ। এমতাবস্থায়, পরীক্ষায় এই ক্ষেপণাস্ত্রটি প্রায় নির্ভুল ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।’’
৫০০ কেজি পর্যন্ত পেলোড বহন করতে সক্ষম: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পৃথ্বী-২ হল একটি দেশীয়ভাবে তৈরি উন্নত ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, এটি ৫০০ কেজি পর্যন্ত পেলোড বহন করতে সক্ষম। গত বছরের জুন মাস নাগাদ ওড়িশার চাঁদিপুর থেকে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী-২-র পরীক্ষা করা হয়েছিল। এই ক্ষেপণাস্ত্রটি উচ্চ মাত্রার নির্ভুলতার সাথে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
উল্লেখ্য যে, চিন ও পাকিস্তান সীমান্তে চলমান অচলাবস্থার মধ্যে ভারত ক্রমাগত তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা জোরদার করছে। আর ঠিক সেই আবহেই এহেন পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে, প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র অনুযায়ী, পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩৫০ কিলোমিটার দূরে থাকা শত্রুর ওপরে নির্ভুলভাবে হামলা চালাতেও অত্যন্ত পারদর্শী।
Successful training launch of a Short-Range Ballistic Missile, Prithvi-II was carried out today from Integrated Test Range, Chandipur off the coast of Odisha: Ministry of Defence pic.twitter.com/JFGLfODBpI
— ANI (@ANI) January 10, 2023
ডিসেম্বরে সফলভাবে অগ্নি-৫-এর পরীক্ষা করা হয়: এর আগে গত বছরের ডিসেম্বরে ভারত সফলভাবে দূরপাল্লার সারফেস টু সারফেস পারমাণবিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এর পরীক্ষা চালায়। যার পরিধি পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)-এর নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র। এটি ছিল অগ্নি-৫-এর নবম পরীক্ষা। ২০১২ সালে এই ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা করা হয়।