বাংলা হান্ট ডেস্কঃ সামরিক দিক থেকে আরও একটি বড় সফলতা অর্জন করল ভারত। প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংগঠন (DRDO) শুক্রবার দুপুর ১১ঃ৪৫ মিনিটে উড়িষ্যার বালাসোর থেকে আকাশ-এনজি (Akash-NG)-র সফলতম পরীক্ষণ করে। আকাশ নিউ জেনারেশন মিসাইল (Akash-NG) মাটি থেকে হাওয়াতে লক্ষ্যভেদ করা একটি অত্যাধুনিক মিসাইল। ৩০ কিমির মারক ক্ষমতা সম্পন্ন এই মিসাইলটির গত দু’দিনে দু’বার সফল পরীক্ষণ করা হয়েছে। মিসাইলটিকে ভারতীয় বায়ুসেনার জন্য বিকশিত করা হচ্ছে।
২০১৬ সালেই এই মিসাইলটিকে বানানোর অনুমতি দেওয়া হয়েছিল। এই মিসাইলে ডুয়েল পালস সলিড রকেট মোটর রয়েছে, যা এর গতি বাড়াতে সাহায্য করবে। এর রেঞ্জ ৪০ থেকে ৮০ কিমির বলে জানা যাচ্ছে। মিসাইলে অ্যাকটিভ ইলেক্ট্রোনিকাল স্ক্যান্ড মাল্টি ফাংশন র্যাডার রয়েছে, যেটি একসঙ্গে অনেক কয়েকটি শত্রু মিসাইল অথবা বিমানকে স্ক্যান করতে সক্ষম।
২৫ জানুয়ারি DRDO এই মিসাইলটি উড়িষ্যার চাঁদিপুর রেঞ্জের মোবাইল প্ল্যাটফর্ম থেকে করেছিল। সেই সময়ও মিসাইলের পরীক্ষণ সফল হয়েছিল।
Akash-NG মিসাইলের মোট ওজন ৭২০ কেজি। মিসাইলটি ১৯ ফুট দীর্ঘ আর ১.১৬ চওড়া। মিসাইলটি ৬০ কেজি ওজনের বোমা বহন করতে সক্ষম। ভারতে আপাতত এই মিসাইলে তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে। প্রথমটি হল আকাশ এমকে। দ্বিতীয়টি আকাশ এমকে ২। তৃতীয়টি আকাশ এনজি।
Akash-NG মিসাইল ২০ কিমি উচ্চতায় গিয়ে মিসাইল অথবা বিমান ধ্বংস করতে সক্ষম। এর সবথেকে বিপদজনক দিকটি হল, এর গতি। Akash-NG মিসাইলের গতি শত্রুকে ভাবার পর্যন্ত সময় দেবে না। ৪ হাজার ৩২১ কিমি প্রতি ঘণ্টার গতিতে শত্রুপক্ষের বিমান অথবা মিসাইলে আঘাত করবে Akash-NG।