বিশ্বকাপে সেমিফাইনালের আগেই এল “খারাপ খবর”! বিরাট ধাক্কা পেল ভারত

বাংলা হান্ট ডেস্ক: এবারের T20 বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup) দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় টিম (India National Cricket Team)। গ্রুপ পর্বের খেলার পাশাপাশি সুপার এইটেও জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে রোহিত বাহিনী। এমতাবস্থায়, চলতি বছরের এই টুর্নামেন্টে টানা ৭ ম্যাচ জিতে ইতিমধ্যেই সেমিফাইনালে প্রবেশ করেছে টিম ইন্ডিয়া। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।

যদিও, তার আগেই ICC-র তরফে প্রকাশ করা হল T20 ব্যাটারদের ক্রমতালিকা। আর সেখানেই কার্যত “সিংহাসনচ্যুত” হয়েছেন বর্তমান সময়ের ভারতের মিডল অর্ডারের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২৩ সালের ডিসেম্বর থেকেই সূর্যকুমার ICC-র T20 ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছিলেন। কিন্তু, এবার T20 বিশ্বকাপের সেমিফাইনালের আগেই এই তালিকায় শীর্ষস্থান ধরে রাখতে পারলেন না তিনি। বরং, এবারে প্রথম স্থানে উঠায় এলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ট্রাভিস হেড।

India suffered a major shock before the semi-finals of the ICC Men's T20 World Cup.

ICC-র সদ্য প্রকাশিত T20 ব্যাটারদের ক্রমতালিকায় বিরাট লাভ দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ট্রাভিস হেড। তিনি চার ধাপ উঠে এসে অর্জন করেছেন প্রথম স্থান। এমতাবস্থায়, দ্বিতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। এদিকে, চার ধাপ উঠে এসেই এই তালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জনসন চার্লস। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই তালিকায় সূর্যকুমার যাদবের পাশাপাশি রয়েছেন ভারতের নবীন ওপেনার যশস্বী জয়সওয়াল। এদিকে, রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই তালিকায় রয়েছেন যথাক্রমে ৩৮ ও ৪৮ নম্বর স্থানে।

আরও পড়ুন: গলে গলে পড়ছে হাত, পা! এ কী অবস্থা মার্কিন প্রেসিডেন্টের?

এক নজরে দেখে নিন প্রথম দশে কারা কারা রয়েছেন:
১. ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), রেটিং পয়েন্ট- ৮৪৪
২. সূর্যকুমার যাদব (ভারত), রেটিং পয়েন্ট- ৮৪২
৩. ফিল সল্ট (ইংল্যান্ড), রেটিং পয়েন্ট- ৮১৬
৪. বাবর আজম (পাকিস্তান), রেটিং পয়েন্ট- ৭৫৫
৫. মহম্মদ রিজওয়ান (পাকিস্তান), রেটিং পয়েন্ট- ৭৪৬

আরও পড়ুন: সরে গেল “পথের কাঁটা”! ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে চরম সুখবর টিম ইন্ডিয়ার জন্য

৬. জস বাটলার (ইংল্যান্ড), রেটিং পয়েন্ট- ৭১৬
৭. যশস্বী জয়সওয়াল (ভারত), রেটিং পয়েন্ট – ৬৭২
৮. এইডেন মার্কব়্যাম (দক্ষিণ আফ্রিকা), রেটিং পয়েন্ট- ৬৫৯
৯. ব্রেন্ডন কিং (ওয়েস্ট ইন্ডিজ), রেটিং পয়েন্ট- ৬৫৬
১০. জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), রেটিং পয়েন্ট- ৬৫৫

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর