চীনের দুর্বল জায়গায় আঘাত ভারতের, আতঙ্কিত হয়ে এখন সম্পর্কের দোহাই দিচ্ছে ড্রাগন

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিককালে পূর্ব লাদাখে (Ladakh) চীন ক্রমশ দখলদারি করার চেষ্টা করে চলেছে। এতদিন পর্যন্ত ভারত (India) এই প্রসঙ্গে চুপ থাকলেও বর্তমানে নীরবতা ভাঙলো তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রতিনিধিত্বে বর্তমানে ভারত চীনের বিরুদ্ধে মোক্ষম জবাব দেওয়ার পথে এক ধাপ অগ্রসর করল। এই ঘটনায় চীন যথেষ্ট চাপে পড়েছে বলে মনে করা হচ্ছে। এমনকি এই প্রসঙ্গে ভারতকে নীতি মেনে চলার আবেদন পর্যন্ত জানিয়েছে তারা। যদিও কোনমতেই তাদের কাছে ঝুঁকতে নারাজ মোদি সরকার।

সম্প্রতি, দলাই লামার ৮৭ তম জন্মদিন উপলক্ষ্যে তাঁকে শুভেচ্ছা জানান স্বয়ং প্রধানমন্ত্রী। একটি টুইট করে তিনি বলেন, “৮৭ তম জন্মদিন উপলক্ষ্যে দলাই লামার সুস্বাস্থ্য কামনা করছি আমরা।” এই নিয়ে পরপর দু’বছর প্রধানমন্ত্রীর শুভেচ্ছায় সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে চীন সরকার। শুধু তাই নয়, দলাই লামার জন্মদিন উপলক্ষ্যে ভারত সরকারের পক্ষ থেকে বিদেশ বিষয়ক প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি এবং আইন প্রতিমন্ত্রী বাঘেলও যোগদান করেন। এছাড়াও নীতিন গড়করি থেকে শুরু করে অন্যান্য একাধিক বিজেপি মন্ত্রী তাঁকে শুভেচ্ছা জানান।

এই খবরটির সামনে উঠে আসার পরেই ক্রমশ ব্যাকফুটে চলে গিয়েছে চীন সরকার। জানা গিয়েছে যে, এদিন চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দ্বারা একটি বার্তা পৌঁছে দেওয়া হয় ভারতের কাছে, যেখানে লেখা হয়, “ভারতের উচিত দলাই লামার চীন বিরোধী প্রতিটি পদক্ষেপকে জানা এবং সকল নীতি মেনে চলা।”

modi jinping india china 12

এর মধ্যেই আগামী সপ্তাহে লাদাখ সফরে আসার কথা রয়েছে দলাই লামার। এই প্রসঙ্গে তাঁকে আগাম অভিনন্দন জানিয়েছে কেন্দ্র সরকার আর এই সকল ঘটনা মাঝে ক্রমশ ভীত হয়ে পড়েছে চীন সরকার। পরবর্তীতে এই ঘটনা ভারত এবং চীনের সম্পর্কের মধ্যে কি প্রভাব ফেলে, সেটাই দেখার।


Sayan Das

সম্পর্কিত খবর