বাংলা হান্ট ডেস্ক :- বিসিসিআই সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় দলের সাপোর্ট স্টাফ বাছাইয়ের দায়িত্ব আর দেওয়া হচ্ছে না কপিলদের, ক্রিকেট মহলের পাওয়া খবরে, বিরাট কোহলিদের বোলিং কোচ হিসেবে ভরত অরুণরেই সম্ভাবনা প্রবল।
কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট পরামর্শদাতা কমিটি, ভারতীয় দলের কোচ হিসেবে রবি শাস্ত্রীর মেয়াদ বাড়ালেও, তাঁদের এখন আর সাপোর্ট স্টাফ বাছাইয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে না।এমনটাই জানা গিয়েছে,বিসিসিআই সূত্রে । এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিই এখন থেকে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ এবং প্রশাসনিক ম্যানেজার বেছে নেবেন নিজেদের পছন্দ অনুযায়ী।