আম্বানি বনাম টাটা! টেলিকম সেক্টরে আসতে চলেছে বিরাট বিপ্লব

বাংলা হান্ট ডেস্ক: দেশের (India) প্রাইভেট টেলিকম সংস্থাগুলি চলতি মাসের শুরুতে তাদের শুল্ক বাড়িয়ে ব্যবহারকারীদের রীতিমতো চাপে ফেলেছে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায়, ব্যবহারকারীরা এই ইস্যুতে Jio থেকে শুরু করে Airtel এবং Vi-এর তীব্রনিন্দা করেছেন। এমতাবস্থায়, অনেকেই ঝুঁকছেন রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL (Bharat Sanchar Nigam Limited)-এর দিকে।

দেশের (India) টেলিকম সেক্টরে শুরু হতে চলেছে বিপ্লব:

শুধু তাই নয়, অন্যান্য টেলিকম সংস্থাগুলির দামি রিচার্জ প্ল্যান এড়িয়ে যেতে প্রতিদিনই দেশের (India) হাজার হাজার মানুষ তাঁদের সিম BSNL-এ পোর্ট করছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, BSNL-এর রিচার্জ প্ল্যানগুলি বর্তমানে অন্যান্য টেলিকম সংস্থাগুলির তুলনায় অনেকটাই সস্তা। আর সেই কারণেই ক্রমশ বাড়ছে BSNL-এর গ্রাহক সংখ্যা।

India telecom sector is about to undergo a major revolution.

এদিকে, ইতিমধ্যেই দেশের (India) অন্যতম শ্রেষ্ঠ শিল্পপতি রতন টাটার টাটা গ্রুপের কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) এবং সরকারি ক্ষেত্রের টেলিকম কোম্পানি BSNL-এর মধ্যে ১৫,০০০ কোটি টাকার একটি বড় চুক্তি সম্পন্ন হয়েছে। যার আওতায় সারা ভারতে ১,০০০ টি গ্রামে 4G ইন্টারনেট পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এমতাবস্থায়, এই পরিকল্পনা যে প্রত্যক্ষভাবে Jio থেকে শুরু করে Airtel এবং Vi-র মতো টেলিকম সংস্থাগুলির চিন্তা বাড়াবে তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: ঋণ শোধ করতে না পেরে এমন কাণ্ড ঘটাল পাকিস্তান! রেগে লাল জিনপিং

টেলিকম সেক্টরে হতে চলেছে বড় ধামাকা: জানিয়ে রাখি যে, BSNL এবং TCS-এর মধ্যে সম্পন্ন হওয়া এই চুক্তি বাকি টেলিকম সংস্থাগুলির জন্য জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন যে, BSNL এবং TCS-এর এই চুক্তি ভারতীয় (India) টেলিকম ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করবে। টাটা গ্রুপ BSNL-এর সাথে সহযোগিতায়, ভারত জুড়ে ১,০০০ গ্রামে 4G ইন্টারনেট পরিষেবা আনার পরিকল্পনা করছে। পাশাপাশি, তারা সম্ভাব্যভাবে জনগণকে Jio এবং Airtel-এর একটি শক্তিশালী বিকল্প সরবরাহ করতে সক্ষম হবে।

আরও পড়ুন: হু হু করে বাড়ছে পোর্টিং! TRAI-র দেওয়া তথ্য দেখে চোখ ছানাবড়া সাধারণ মানুষজনের

ফাস্ট ইন্টারনেট অ্যাক্সেস: টাটা এবং BSNL-এর মধ্যে এই চুক্তিটি শুধুমাত্র ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্ল্যাটফর্মের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি আরও অনেকদূর এগিয়েছে। TCS কোম্পানি ভারতের (India) চারটি অঞ্চলে ডেটা সেন্টারও তৈরি করছে। যা দেশের 4G পরিকাঠামোকে পরবর্তী স্তরে নিয়ে যাবে। এই উন্নয়নটি বর্তমান বাজারে থাকা অন্যান্য টেলিকম সংস্থাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে আরও নির্ভরযোগ্য ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত। শুধু তাই নয়, অনেকেই মনে করেছেন যে এবার BSNL-এর দৌলতে অন্যান্য টেলিকম সংস্থাগুলির একচেটিয়া আধিপত্য অনেকটাই হ্রাস পাবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর