পাকিস্তান চীনের সাথে উত্তেজনার মাঝে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের আরেকটি সফল পরীক্ষণ করল ভারত

বাংলা হান্ট ডেস্কঃ ভারত (India) নিজেদের সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মস (BrahMos) এর ল্যান্ড অ্যাটাক ভার্সনের আজ এক সফল পরীক্ষণ করল। সুত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভারতীয় সেনা মঙ্গলবার আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ থেকে এই মিসাইলের সফল পরীক্ষণ করে।

সংবাদ সংস্থা ANI ট্যুইটারে এই কথা জানায়। ANI ট্যুইট করে জানায় যে, ভারত আজ আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের ল্যান্ড অ্যাটাক ভার্সনের সফল পরীক্ষণ করে। ব্রহ্মস মিসাইলের নিশানা সেখানকার আরেকটি দ্বীপে ছিল।

ট্যুইটে জানানো হয় যে, সুপারসনিক ক্রুজ মিসাইলের পরীক্ষণ সকাল ১০ টা নাগাদ করা হয় আর মিসাইল সফলতাপুর্বক নিজের লক্ষ্যে গিয়ে আঘাত করে। এই পরীক্ষণ ভারতীয় সেনা করে। সেনায় DRDO এর তরফ থেকে উন্নত মিসাইল প্রণালীর অনেক কয়েকটি রেজিমেন্ট যুক্ত আছে।

ব্রহ্মস মিসাইলের স্ট্রাইক রেঞ্জ এবার ৪০০ কিমির বেশি বাড়ানো হয়েছে। সুত্র অনুযায়ী, চীন আর পাকিস্তানের (Pakistan) সাথে বাস্তবিক নিয়ন্ত্রণ রেখা আর নিয়ন্ত্রণ রেখায় জারি উত্তেজনার মধ্যে ভারত এই সপ্তাহে সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মসের আরও কয়েকটি লাইভ পরীক্ষণ করবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর