বাংলা হান্ট ডেস্ক: যেকোনো প্রাকৃতিক পরিস্থিতিতেই আঘাত হানতে সক্ষম কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের (কিউআরএসএএম) প্রয়োগ করে, সফল পরীক্ষা করল ভারত। এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে আকাশে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে পটীয়সী। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) ভারতীয় সেনাবাহিনীর সামরিক উন্নয়ন ঘটাতে এই অভিনব ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে।
জানা গেছে, রবিবার সকাল ১১টা ৫ মিনিটে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। ওড়িশার চাঁদিপুরের ইন্টেগ্রেটেড টেস্ট রেঞ্জে ক্ষেপণাস্ত্র বহনকারী মোবাইল ট্রাক বেসড লঞ্চ ইউনিট থেকেই পরিপূর্ণভাবে এই কাজ সাফল্যমন্ডিত করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র এতটাই ছোট যে খুব সহজেই তা পরিবহনশীল। এতে রয়েছে বিশেষ ধরনের বৈদ্যুতিন সেন্সর, যার সাহায্যে রেডারকেও ফাঁকি দিয়ে নিজের কাজ সম্পন্ন করতে পারে এই ক্ষেপণাস্ত্র।
বিশেষজ্ঞরা মনে করছেন এই অভিনব অস্ত্র ভারতীয় সেনাবাহিনীর হাতে এলে তাদের সামরিক অবস্থার আরও উন্নতি ঘটবে। ডিআরডিও জানিয়েছেন, এই কুইক রিঅ্যাকশন ক্ষেপণাস্ত্র ২৫ থেকে ৩০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।