বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো ভারত (India) সফরে এলেও তারপরে পাকিস্তানে যাবেন না। জানিয়ে রাখি যে, ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার পর প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর ইসলামাবাদ সফরের কথা ছিল। পাকিস্তান সরকার এই বিষয়ে বিবৃতিও দিয়েছিল। কিন্তু, ভারত সরকার সুবিয়াতের পাকিস্তান সফরের বিরোধিতা করেছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে তিনি ভারত থেকে ইসলামাবাদ না গিয়ে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তান থেকে বিভিন্ন ধরণের প্রতিক্রিয়া সামনে আসছে। পাকিস্তানের রাজনৈতিক ভাষ্যকার কামার চিমা একে ভারতের শক্তির লক্ষণ এবং ইসলামাবাদের জন্য “বিব্রতকর” বলে অভিহিত করেছেন।
ভারতের (India) সমালোচনায় লিপ্ত পাকিস্তান:
কামার চিমা বলেছেন যে, সুবিয়াতের পাকিস্তান সফর বাতিল করতে ভারত (India) ইন্দোনেশিয়ার ওপর চাপ সৃষ্টি করেছে। যেটি পাকিস্তানকে বিশ্বে বিচ্ছিন্ন করার ভারতের প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে। এমনকি, ভারত দীর্ঘদিন ধরেই এই বিষয়টি নিয়ে কাজ করছে বলেও দাবি করেছেন তিনি। চিমা বলেছেন যে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি খুব শক্তিশালী নেতা নন এবং ভারত সহজেই তাঁকে পাকিস্তানে আসতে বাধা দিয়েছে।
বাণিজ্যের কথা উল্লেখ করেছে ভারত: এদিকে, সুবিয়ন্তোর পাকিস্তানে না আসার কারণ হিসেবে ভারত (India) ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ককেই দায়ী করেছেন চিমা। চিমা বলেন, “দুই দেশের মধ্যে বাণিজ্য অনেক বড় পরিসরে রয়েছে। এমন পরিস্থিতিত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ৪০ বিলিয়ন ডলার দেখেছেন এবং পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বকে অগ্রাধিকার দেননি।
কামার চিমা আরও বলেছেন যে, ১৯৯১ সালের পর ভারতের (India) অর্থনীতি ভিন্নভাবে বেড়েছে। ভারতের অর্থনীতি শক্তিশালী হয়েছে, তাই বিদেশনীতিতেও সুবিধা মিলছে। এক বিলিয়ন জনসংখ্যার ভারতের বাজার যখন কেউ দেখে, তখন কেউ তাদের উপেক্ষা করতে পারে না। ভারত থেকে কোটি কোটি টাকা আয়ের আকাঙ্ক্ষা অনেক দেশকে সেখানে তাকাতে বাধ্য করছে।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলকে হারিয়েও স্বস্তিতে নেই মোহনবাগান! একটা কারণেই চিন্তিত কোচ মোলিনা
“আমরা বারবার বিব্রত হচ্ছি”: চিমা বলেছেন “পাকিস্তানের বিদেশ দফতর একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলেছে যে প্রোবোও আসছেন। এখন যখন তাঁর অনুপস্থিতির খবর সামনে আসছে, তা আমাদের জন্য বিব্রতকর। এর আগে ভারত (India) পাকিস্তানকে পিওকে-তে ক্রিকেট ট্রফি নিতে বাধা দিয়েছিল। যেকোনও মূল্যে পাকিস্তানকে বিব্রত করার উদাহরণ রয়েছে ভারতের কাছে। তারা বারবার এমনটা করছে।”
আরও পড়ুন: ভারতের ওপর পড়ল কার “নজর”? চাঞ্চল্যকর রিপোর্ট সামনে আনল RBI, হু হু করে কমছে…..
পাকিস্তান এখন কী করবে: এমতাবস্থায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে পরামর্শ দিয়ে চিমা জানান যে “আমাদের এখন এগিয়ে যাওয়ার উপায় খুঁজে বের করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে নিজেদেরকে শক্তিশালী করতে হবে। আজ বিশ্ব বাজারের দিকে তাকায়, তাই আমাদের ঘর সাজাতে হবে। পাকিস্তান যদি নিজেকে শক্তিশালী অর্থনৈতিক শক্তিতে পরিণত করে, তাহলে সুবিধা মিলবে এবং বিশ্বব্যাপী অন্যান্য নেতারাও আমাদের দিকে নজর দেবেন। অর্থনীতির পাশাপাশি আমাদের বিদেশনীতিও সংশোধন করতে হবে।” এছাড়াও, চিমা জানান, “শেহবাজ শরীফের এখন সমগ্র বিশ্বের নেতৃত্বদের সাথে দেখা করা উচিত।”