কেন্দ্রের বিরাট চাল! প্রতি মাসে মিলবে ১০,০০০ টাকা, মালামাল হবে দেশের জনগণ

বাংলা হান্ট ডেস্ক: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) আগামী ২৩ জুলাই লোকসভায় এই বছরের জন্য পূর্ণ বাজেট পেশ করবেন। ওই বাজেটে, দেশের (India) অন্যতম সামাজিক সুরক্ষা প্রকল্প অটল পেনশন (Atal Pension Yojana) নিয়েও একটি বড় ঘোষণা আশা করা হচ্ছে। এই প্রসঙ্গে সূত্র জানিয়েছে, সরকার একটি প্রস্তাবের আর্থিক প্রভাব বিবেচনা করে মূল্যায়ন করছে।

সামনে এল বড় আপডেট:

শুধু তাই নয়, বাজেট উপস্থাপনের আগে তা দ্বিগুণ করার বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। মূলত, কেন্দ্রীয় সরকার দেশে (India) সামাজিক নিরাপত্তা কাঠামো জোরদার করার কথা ভাবছে। এছাড়াও, সরকার শ্রমবিধি বাস্তবায়নের ভিত্তি তৈরি করছে।

   

India This time you will get 10,000 rupees every month.

৬.৬২ কোটি মানুষ অ্যাকাউন্ট খুলেছেন: গত ২০ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে, মোট ৬.৬২ কোটি মানুষ অটল পেনশন প্রকল্পে তাঁদের অ্যাকাউন্ট খুলেছেন। এদিকে, ২০২৩-২৪ সালে ১.২২ কোটি নতুন অ্যাকাউন্ট খোলা হবে। বিষয়টির সঙ্গে যুক্ত এক আধিকারিক নাম না প্রকাশ করার শর্তে বলেন, “অটল পেনশন যোজনাকে আরও আকর্ষণীয় করতে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। যার মধ্যে গ্যারান্টিকৃত অর্থের পরিমাণ বাড়ানোও রয়েছে। এগুলি বিবেচনা করা হচ্ছে।”

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার কোচ হওয়ার জন্য এবার “বড় দাবি” করে বসলেন গম্ভীর! কি করবে BCCI? শুরু হল জল্পনা

ন্যূনতম অর্থ বাড়ানোর বিবেচনা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বর্তমানে অটল পেনশন যোজনার অধীনে প্রতি মাসে ৫,০০০ টাকা দেওয়া হয়। যেটি দ্বিগুণ করে প্রতি মাসে ১০,০০০ টাকা করার কথা বিবেচনা করা হচ্ছে। গত মাসে, পেনশন ফান্ড রেগুলেটর অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটির চেয়ারম্যান দীপক মোহান্তি জানিয়েছেন যে, ২০২৩-২৪ সালে অটল পেনশন যোজনার অধীনে নথিভুক্তি এই প্রকল্পের সূচনার পর থেকে সর্বোচ্চ ছিল। উল্লেখ্য যে, এই সামাজিক সুরক্ষা প্রকল্পটি ২০১৫ সালে চালু হয়েছিল।

আরও পড়ুন: বর্ষাকালে ভালোবাসেন বেড়াতে? মিস করবেন না ভারতের এই ১১ টি ডেস্টিনেশন, গেলেই পয়সা হবে উশুল

কি জানিয়েছেন অর্থমন্ত্রী: চলতি বছরের শুরুতে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন যে অটল পেনশন যোজনাকে গ্যারান্টিড পেনশন অ্যামাউন্ট সহ একটি সাশ্রয়ী স্কিম হিসেবে ডিজাইন করা হয়েছিল। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “এক্স”-এ একটি পোস্টে বলেছেন যে এই স্কিমটি শুরু থেকে ৯.১ শতাংশ রিটার্ন দিয়েছে এবং অন্যান্য সঞ্চয় প্রকল্পের তুলনায় এটি বেশ প্রতিযোগিতামূলক।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর