বাংলাহান্ট ডেস্কঃ লাদাখের (Ladakh) গালভান নালা এলাকায় অনুপ্রবেশ ব্যর্থ হল চাইনিজ (China) সেনা। সঠিক সময়ে সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করে রক্ষা পেল ভারত। প্রকৃত নিয়ন্ত্রণ লাইন বরাবর সেনা মজুত রেখেও ভারতে অনুপ্রবেশের পথে বাঁধ সাধল সশস্ত্র ভারতীয় সেনাবাহিনী। কিছুটা হলেও ভারতে ঘাটি গাড়ার স্বপ্ন ভঙ্গ হল চীনের।
ভারত-চীন সীমান্ত বিবাদ
চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই ভারতের লাদাখ সীমান্ত নিয়ে চীনের সঙ্গে এক সংঘর্ষ জারী রয়েছে। চীন চাইছে ভারতের সীমান্ত অঞ্চলে অবৈধ অনুপ্রবেশ। কিন্তু ভারত সরকারও যুদ্ধের পরিস্থিতি আঁচ করতে পেরে সেনা মোতায়েন রেখেছিল সীমান্ত এলাকায়। দৌলত বেগ ওল্ডি এলাকার ১১৪ ব্রিগেড এলাকায় পাশাপাশি পেট্রোলিং পয়েন্ট ১৪-তে উপস্থিত চাইনিজ সেনার ভারতে অনুপ্রবেশের পদক্ষেপ ব্যর্থ করে ভারতীয় সেনা।
ভারতের আকশে উড়ছে চীনে হেলিকপ্টার
ভারত-চীন সীমান্তে জোজিলা সুড়ঙ্গ নির্মাণ করা নিয়ে চীন সরকার সর্বক্ষ্মতা প্রয়োগের ভারতকে বাধাপ্রদানের লক্ষ্যে অবতীর্ণ। সূত্র মারফত জানা যায়, ভারতের এই কাজের বিরোধিতা করতে ভারতের সীমান্ত এলাকায় চীন হেলিকপ্টারও আকাশে উড়তে দেখা যায়। এছাড়াও, চীন প্রকৃত নিয়ন্ত্রণ লাইন এলাকায় পাঁচ হাজারেরও বেশি সেনা মোতায়েন রেখেছে।
সেনা মোতেয়েন রেখেছে ভারতও
এমনকি ইন্ডিয়ান পোস্ট কেএম-১২০ থেকে ১৭ কিলোমিটার দূরে গালভান নালা অঞ্চলে প্রায়শই চাইনিজ সেনাবাহিনীকে টহল দিতেও দেখা যায়। চীনকে প্রতিহত করেত ভারত কেএম-১২০ এর কাছাকাছি রাস্তা নির্মাণের অঞ্চলে সেনা বাহিনীর দুটি সংস্থাকে মোতায়েন রেখেছে।
বিশেষজ্ঞদের মতামত
বিশেজ্ঞদের মতে ভারতের এই সুড়ঙ্গের প্রকল্পের বিষয়ে চীনের কোন জারিজুরিই আর খাটবে না। মার্কিন প্রেসিডেন্ট এই বিষয়ে হস্তক্ষেপ করতে চাইলে, ভারত তাঁকে নিষেধ করেছে। তবে সীমান্ত অঞ্চলের বিবাদ মেটাতে ভারত ও চীন সেনাবাহিনী ও কূটনৈতিক পর্যায়ে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের ব্যবস্থা করেছে বলে জানা গিয়েছে।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…