প্রস্তুতিতে নয় একটুও খামতি! চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে কোন দলের সাথে ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে ভারত?

বাংলা হান্ট ডেস্ক: নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)। এবার এই টুর্নামেন্টের আয়োজক দেশ হল পাকিস্তান। শুধু তাই নয়, ভারতের এই পড়শি দেশ এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও। এদিকে, গতবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ফাইনালে হেরে গেলেও এবার শিরোপা জেতার জন্য পুরোদমে লড়াই করবে রোহিত বাহিনী।

চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আগে ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে ভারত:

ভারত আগামী ২০ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) সফর শুরু করবে। তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এই টুর্নামেন্ট শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে ভারত। জানিয়ে রাখি যে, হাইব্রিড মডেলে সম্পন্ন হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ টি ODI ম্যাচ খেলবে। এমন পরিস্থিতিতে নিজেদের প্রস্তুতি আরও জোরদার করতে ওয়ার্ম-আপ ম্যাচের বিকল্পকেও বেছে নিয়েছে ভারত।

ভারতের ওয়ার্ম-আপ ম্যাচের জন্য এই দুই দলের নাম সামনে এসেছে: মিডিয়া রিপোর্ট অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) শুরুর আগে একটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে ভারতীয় দল। যেখানে রোহিত বাহিনী বাংলাদেশ বা UAE-র মুখোমুখি হতে পারেন। এমতাবস্থায়, প্রথম চেষ্টা হবে যাতে বাংলাদেশের বিরুদ্ধে খেলা যায় তার জন্য। কিন্তু তা সম্ভব না হলে টিম ইন্ডিয়া তাদের অনুশীলন ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। উল্লেখ্য যে, ভারতকে দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার সমস্ত ম্যাচ খেলবে। তাই টিম ইন্ডিয়া সেখানকার অবস্থার সাথে মানিয়ে নিতে ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে চাইছে। তবে এই ম্যাচের তারিখ এখনও নির্ধারণ হয়নি।

আরও পড়ুন: আম্বানির ওপর আর নেই ভরসা? রিলায়েন্স থেকে মুখ ফেরাচ্ছেন বিনিয়োগকারীরা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত প্রথম ম্যাচ খেলবে আগামী ২০ ফেব্রুয়ারি। যেটি খেলা হবে বাংলাদেশের বিরুদ্ধে। এই কারণে দুবাইতেই থাকবে বাংলাদেশ দল। এদিকে, অন্য সব দল পাকিস্তানে থাকবে। এমন পরিস্থিতিতে প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার সম্ভাবনা রয়েছে টিম ইন্ডিয়ার। বাংলাদেশের সঙ্গে আলোচনায় কাজ না হলে সংযুক্ত আরব আমিরশাহীর দলের সাথেই ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে পারে টিম ইন্ডিয়া। এদিকে, সংযুক্ত আরব আমিরশাহী চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) জন্য যোগ্যতা অর্জন করেনি। তবে হোম দল হিসেবে সেখানে থাকবে। এমতাবস্থায়, টিম ইন্ডিয়া কোন দলের সাথে ওয়ার্ম-আপ ম্যাচ খেলে সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন: গৌতম গম্ভীরের এই গুরুমন্ত্রই বাঁচিয়েছে টিম ইন্ডিয়াকে! রাখঢাক না রেখে জানালেন তিলক ভার্মা

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর