বাংলাহান্ট ডেস্ক : সাফল্য পেয়েছিল সমর-১। এবার ভারত প্রস্তুতি শুরু করেছে ৩০ কিলোমিটার রেঞ্জের সমর-২ মিসাইলের (Samar-2 Missile) পরীক্ষামূলক উৎক্ষেপণের। জানা গেছে, সারফেস-টু-এয়ার মিসাইল সমর-২ (Samar-2 Missile) সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে। এই ক্ষেপণাস্ত্র অনায়াসে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম।
সমর-২ মিসাইলের (Samar-2 Missile) পরীক্ষামূলক উৎক্ষেপণ
ভূখণ্ড থেকে আকাশ পথে দারুণ দক্ষতার সাথে এটি হামলা চালাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, কাজের দিক থেকে এই ক্ষেপণাস্ত্র টেক্কা দেবে সমর-১ কেও। বায়ুসেনা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ভারত আগামী ডিসেম্বর মাসের মধ্যে সমর-২ (Samar-2 Missile) পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে পারে। আকাশপথে ৮ কিলোমিটার দূরত্ব পর্যন্ত নিখুঁতভাবে হামলায় সক্ষম সমর-১।
আরোও পড়ুন : OMG! এত্ত সুন্দর ‘টয়লেট’! প্রাকৃতিক দৃশ্য দেখতে না, প্রকৃতির ডাকে সাড়া দিতেই হাজির শয়ে শয়ে লোক
তবে শুধুমাত্র আকাশ পথে হামলার জন্য নির্মাণ করা হয়েছিল এই এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র। তবে সমর-২ এগিয়ে রয়েছে সেই দিক থেকেও। সূত্রের খবর, রাশিয়ার (Russia) মস্তিষ্কপ্রসূত ফল সমর ১ ও সমর ২ (Samar-2 Missile) এই দুটি ক্ষেপণাস্ত্রই। যুদ্ধবিমান, হেলিকপ্টার, পাইলটবিহীন বোমারু বিমানের মতো একাধিক শত্রুপক্ষের আক্রমণ ধ্বংস করে দিতে সদর্থক ভূমিকায় অবতীর্ণ হতে পারে এই ক্ষেপণাস্ত্র।
আরোও পড়ুন : বিপুল কর্মসংস্থানের উদ্যোগ সরকারের! লোক নিচ্ছে রাজ্যের ব্লক দপ্তর, মাসে বেতন ১৫ হাজার
যেকোনো ধরনের শত্রুকে খতম করতে ওস্তাদ ‘ সমর ‘ সিরিজ়ের ক্ষেপণাস্ত্রগুলি। পাশাপাশি আরও জানা যাচ্ছে, ভারত (India) আগামী কয়েক বছরের মধ্যে ডিআরডিও-র তত্ত্বাবধানে ‘কুশ’ নামে একটি দূরপাল্লার শক্তিশালী সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র তৈরি করার প্রস্তুতি নিচ্ছে। আধিকারিকরা জানাচ্ছেন, ৩৫০ কিলোমিটার হবে এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ। ‘কুশ’ আগামী চার-পাঁচ বছরের মধ্যেই তৈরি করে ফেলতে পারে ভারত।
উল্লেখ্য, তরঙ্গ শক্তি-২০২৪ নামক বহুজাতিক বিমান মহড়া শুরু হয়েছে চলতি মাস থেকে। ভারতের উদ্যোগে আয়োজিত এই মহড়ায় বিশ্বের ১০ টি দেশ অংশগ্রহণ করেছে। এই মহড়া দুটি ভাগে ভাগ করা হয়েছে। তামিলনাড়ুর সুলুরে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানের প্রথম ভাগ। দ্বিতীয় ভাগ অনুষ্ঠিত হবে রাজস্থানের যোধপুরে। ভারত ইতিমধ্যেই সেই অনুষ্ঠানে প্রদর্শিত করেছে সমর-১ এর উৎক্ষেপণ।