ভারত বনাম নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টিটোয়েন্টি সিরিজের প্রথম চারটি ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের পকেটে পুরে নিয়েছে ভারতীয় দল। এটাই নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টিটোয়েন্টি সিরিজ জয় ভারতের। আর আজ সিরিজের পঞ্চম ম্যাচে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচ জিততে পারলেই ইতিহাস গড়ে ফেলবে ভারত। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে প্রথমবারের জন্য ওয়াইট ওয়াশ করবে ভারত।
এই সিরিজের প্রথম ম্যাচটি ছয় উইকেটে এবং দ্বিতীয় ম্যাচটি সাত উইকেটে জিতে নিয়েছে ভারত। আর তারপর তৃতীয় এবং চতুর্থ দুটি ম্যাচই সুপার ওভারে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে ভারতীয় দল। ইতিমধ্যেই সিরিজের প্রথম চারটি ম্যাচ জিতে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারতীয় দল। আর তাই আজ ভারতের সামনে সুযোগ নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করে দেওয়ার। যদি ভারতীয় দল এটা করে ফেলতে পারে তাহলে ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে এই ভারতীয় ক্রিকেট দল।
কারণ এর আগে নিউজিল্যান্ডের ঘরের মাঠে একবারও টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি ভারত। ইতিমধ্যেই সেই রেকর্ড ভেঙে ফেলেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। আর এবার ভারতের সামনে হাতছানি নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে দেওয়ার। উল্লেখ্য, এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারতীয় দল। বিশেষ করে ভারতীয় ওপেনার কে এল রাহুল, অধিনায়ক বিরাট কোহলি বোলিংয়ে জাসস্প্রীত বুমরাহ এবং মহম্মদ সামির। আর এই ছন্দে থাকা ভারতীয় দল নিয়েই নিউজিল্যান্ডের ঘরের মাঠে নিউজিল্যান্ডকে প্রথমবার ওয়াইটওয়াশ করতে চাইছে বিরাট কোহলি।