এবার ঘুম উড়বে চিন-পাকিস্তানের! S-400 মিসাইলের ট্রায়ালের প্রসঙ্গে বড় সিদ্ধান্ত নিল ভারত

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে প্রতিরক্ষা ক্ষেত্রে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে ভারত (India)। এমতাবস্থায় জানা গিয়েছে, ভারত এবার রাশিয়া থেকে কেনা S-400 মিসাইলের (S-400 Missile System) ট্রায়ালের প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য যে, S-400 মিসাইল হল একটি এয়ার ডিফেন্স সিস্টেম।

এই প্রথম ভারতীয় বায়ুসেনা এহেন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে চলেছে। গত বছর আমেরিকা ভারতকে চিন ও পাকিস্তানের বিরুদ্ধে এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিল। এই প্রসঙ্গে প্রতিরক্ষা আধিকারিকরা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন যে, ভারতীয় সেনাবাহিনী ট্রায়াল চলাকালীন রাশিয়ায় ফায়ারিং করেছিল। তবে, রাশিয়া ছাড়া অন্য কোনো দেশে এটি ফায়ারিং করা হয়নি।

আধিকারিকরা আরও জানিয়েছেন, খুব শীঘ্রই S-400 ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিকল্পনা করা হয়েছে। ফায়ারিংয়ের সময়ে আকাশে দ্রুতবেগে চলমান লক্ষ্যবস্তুর উদ্দেশ্যে স্বল্প বা মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। এই প্রসঙ্গে উর্ধ্বতন আধিকারিকরা জানিয়েছেন, S-400 এয়ার ডিফেন্স সিস্টেমে বিভিন্ন রেঞ্জের ক্ষেপণাস্ত্র রয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, S-400-এ ৪ টি রেঞ্জের ক্ষেপণাস্ত্র রয়েছে। যার মধ্যে রয়েছে ৪০, ১০০, ২০০ এবং ৪০০ কিমি রেঞ্জের ক্ষেপণাস্ত্র। মূলত, S-400 মিসাইল সিস্টেমের একটি রেজিমেন্ট ৮ টি লঞ্চার নিয়ে গঠিত। মানে ৮ টি লঞ্চিং ট্র্যাক থাকে। প্রতিটি ট্র্যাকে ৪ টি করে লঞ্চার রয়েছে। এর মানে হল ৪ টি মিসাইল নিক্ষেপ করা যাবে। অর্থাৎ, একটি রেজিমেন্টে ৩২ টি মিসাইল রয়েছে। যার ফলে ভারত একই সময়ে ৩২ টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে।

s 400 missile 1 sixteen nine

আমেরিকা কি জানিয়েছে: মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক পেন্টাগন গত বছর জানিয়েছিল যে ভারত S-400 ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। ভারত এই ক্ষেপণাস্ত্র চিন ও পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে। এই প্রসঙ্গে মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল স্কট ব্রায়ার জানান, ২০২১ সালের ডিসেম্বরে রাশিয়া ভারতকে S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম দেওয়া শুরু করেছিল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর