বাংলা হান্ট ডেস্ক: আগামী কয়েকদিনের মধ্যেই ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) প্রস্তুতি শুরু করবে টিম ইন্ডিয়া। এই টুর্নামেন্টটি আগামী মাস থেকে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে। যেখানে ভারতীয় দল তাদের ম্যাচগুলি দুবাইতে খেলবে। এদিকে, এই টুর্নামেন্টের ঠিক আগে, টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজও খেলবে। যেটি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। তবে শুধু এই সিরিজই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে টিম ইন্ডিয়া দুবাইতে একটি ম্যাচও খেলবে। যেটি অনুশীলন ম্যাচ হিসেবে খেলা হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আগে দুবাইতে অনুশীলন ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া:
এদিকে, কবে এবং কোন দলের সাথে এই অনুশীলন ম্যাচ খেলা হবে তা এখনও জানানো হয়নি। এর পাশাপাশি, ভারত ও অন্যান্য দলের জন্য অনুশীলন ম্যাচগুলি ICC দ্বারা আয়োজন করা হচ্ছে কিনা বা টিম ইন্ডিয়ার প্রস্তুতিকে একেবারে শক্ত করতে BCCI নিজস্ব স্তরে এই ব্যবস্থা করছে কিনা তাও এই মুহূর্তে পরিষ্কার নয়। তবে, ওই ম্যাচের মাধ্যমে, টিম ইন্ডিয়া কেবল দক্ষতার স্তরেই নয় বরং, পরিস্থিতি অনুযায়ীও নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে।
ODI সিরিজের জন্যও প্রস্তুতি নেওয়া হবে: জানিয়ে রাখি, ভারত-ইংল্যান্ড সিরিজ শেষ এবং এই টুর্নামেন্টের (ICC Champions Trophy) শুরুর মধ্যে খুব কম সময়ের কারণে, টিম ইন্ডিয়ার পক্ষে শুধুমাত্র একটি অনুশীলন ম্যাচ খেলা সম্ভব। এমন পরিস্থিতিতে, ইংল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজে অধিনায়ক রোহিত শর্মা সহ সমস্ত খেলোয়াড়দের নিজেদের পুরোপুরি পরীক্ষা করতে হবে। এই সিরিজ শুরু হবে আগামী ৬ ফেব্রুয়ারি এবং সিরিজের শেষ ODI ম্যাচটি সম্পন্ন হবে আগামী ১২ ফেব্রুয়ারি। সিরিজের প্রথম ম্যাচটি হবে ভাদোদরায়, দ্বিতীয়টি হবে কটকে এবং তৃতীয়টি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সম্পন্ন হবে। এরপরই দুবাই উড়ে যাবে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: ২২ গজে দাপট দেখালেন KKR তারকা! তুলে নিলেন ১৮ টি উইকেট, IPL-এর আগে বেজায় খুশি অনুরাগীরা
কখন এবং কার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া: প্রসঙ্গত উল্লেখ্য যে, ICC চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। যেখানে টিম ইন্ডিয়া আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ রাউন্ডের প্রথম ম্যাচ খেলবে। বাংলাদেশ ছাড়াও টিম ইন্ডিয়ার পাশাপাশি একই গ্রুপে রয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ডও।
আরও পড়ুন: অনেক হয়েছে! চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই ক্রিকেটকে বিদায় জানাবেন রোহিত? সামনে এল বড় আপডেট
এদিকে, এই টুর্নামেন্টের (ICC Champions Trophy) সবচেয়ে রুদ্ধশ্বাস ম্যাচটি আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইতে খেলা হবে। যেখানে টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। পাশাপাশি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ম্যাচ হবে আগামী ২ মার্চ। এদিকে, ভারতীয় দল যদি সেমিফাইনালে এবং তারপর ফাইনালে ওঠে, সেক্ষেত্রে সেই দু’টি ম্যাচও দুবাইতে সম্পন্ন হবে।