ট্রান্সশিপমেন্ট বাতিলের পরেই বড় অ্যাকশন ভারতের! ৪ টি বাংলাদেশি পণ্য বোঝাই ট্রাকের সাথে যা হল…..

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি চিন সফরে গিয়ে ভারতের (India) সেভেন সিস্টার্স নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। সেভেন সিস্টার্স নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে ইউনূসকে রীতিমত তুলোধোনা করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করল ভারত (India)।

সীমান্তে বাংলাদেশের ট্রাক আটকাল ভারত (India)

গত মঙ্গলবার থেকেই ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সূত্রের খবর, ট্রান্সশিপমেন্ট বাতিলের ২৪ ঘন্টার মধ্যেই বাংলাদেশের (Bangladesh) ৪টি পণ্যবাহী ট্রাককে সীমান্ত থেকে ফের সেদেশে ফেরত পাঠিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য জারি করা বিবৃতিতে জানিয়েছে, নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের উপর প্রভাব ফেলবে না এই সিদ্ধান্ত।

আরও পড়ুন : শুক্রেই খুলতে পারে চাকরিহারাদের ভাগ্য? বড় পদক্ষেপ শিক্ষামন্ত্রী-এসএসসির

এই বিষয়ে পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানিয়েছেন, ‘স্থলবন্দর দিয়ে ট্রানজিট সুবিধা বন্ধের জন্য ভারতের অর্থ মন্ত্রক একটি চিঠি ইস্যু করেছে কাস্টমস কর্তৃপক্ষকে। ফলে ট্রানজিট সুবিধার পণ্য বেনাপোল বন্দর থেকে পেট্রাপোল বন্দরে প্রবেশ বন্ধ থাকতে দেখা গিয়েছে।’

আরও পড়ুন : রেপো রেট কমতেই গ্রাহকদের খুলল কপাল! বড়সড় সুখবর শোনাল PNB সহ এই ৪ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমানের কথায়, ঢাকার রপ্তানিকারক ডিএসভি এয়ার অ্যান্ড সি লিমিটেডের পণ্যবাহী ট্রাকগুলিকে ফেরত পাঠানো হয়েছে। ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় চারটি পণ্যবোঝাই ট্রাক ভারতের (India) পেট্রাপোল বন্দরে প্রবেশের পথে বাধা পায়। সেগুলিকে পুনরায় বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা প্রসঙ্গে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেন, ‘আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় এই সংকট কাটিয়ে উঠতে পারব। গতকালই বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছি, যেখানে ক্রেতারাও উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে মতবিনিময়ের পর আমাদের অবস্থান স্পষ্ট—আমরা আমাদের বাণিজ্যিক সক্ষমতা বাড়িয়ে প্রতিযোগিতায় ঘাটতি রাখতে চাই না।’

India took action against Bangladesh.

ইউনূস সরকারের বাণিজ্য উপদেষ্টার মতে, ভারত (India) ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বিকল্প পথে পণ্য পরিবহনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় ওঠা ভারতকে পাল্টা ট্রানজিট-সুবিধা বাতিলের দাবি প্রসঙ্গে এদিন বাণিজ্য উপদেষ্টা জানান, ‘এটা আমার দেখার বিষয় না। আমার কাজ হচ্ছে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি করা, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতিতে আমরা আরও প্রস্তুত থাকতে পারি।’

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X