২৪ ঘন্টার মধ্যেই পাল্টা অ্যাকশন! দিল্লি থেকে তলব বাংলাদেশের রাষ্ট্রদূতকে! এই হচ্ছে ভারতের দম

বাংলাহান্ট ডেস্ক : সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে জটিলতার মাঝেই বাংলাদেশের (Bangladesh) বিদেশ মন্ত্রক গত রবিবার ঢাকায় তলব করে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা অ্যাকশন নিল দিল্লি। ভারতে নিযুক্ত বাংলাদেশের উপরাষ্ট্রদূত নুরুল ইসলামকে এবার তলব করল ভারতের বিদেশ মন্ত্রক৷

বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে অ্যাকশন ভারতের

এদিকে ভারতের (India) তলবে সাড়া দিয়ে সময়মতো সাউথ ব্লকে পৌঁছান নুরুল ইসলাম। একাংশের অনুমান, ভারত ও বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে সেই ব্যাপারে আলোচনা করতেই ভারতের বিদেশ মন্ত্রক তলব করে বাংলাদেশের (Bangladesh) উপরাষ্ট্রদূতকে।

India took new action against Bangladesh

উল্লেখ্য, ৪,১৫৬ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে ভারত ও বাংলাদেশ সীমান্ত। সীমান্তের বহু জায়গায় এখনো কাঁটাতারের বেড়া বসানো সম্ভব হয়নি। যারফলে উন্মুক্ত সীমান্ত পেরিয়ে ক্রমশ বাড়ছে বেআইনি অনুপ্রবেশের সম্ভাবনা। সেই জায়গাগুলিতে কাঁটাতারের বেড়া বসানোর উদ্যোগ নেয় ভারত। তবে কাঁটাতারের বেড়া বসানো নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে বাংলা ও অসম সীমান্তের পাঁচটি জায়গায়।

আরোও পড়ুন : ইউনূসের আসন টলমল, এই মাসেই নির্বাচন বাংলাদেশে! হালে পানি পাবে হাসিনার দল?

ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক চুক্তি লংঘন করার অভিযোগ তুলেছে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক এই পরিস্থিতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করতে রবিবার ডেকে পাঠায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে। সেদিন প্রায় ৪৫ মিনিট কথা হয় বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম উদ্দীন ও ভারতীয়  রাষ্ট্রদূতের মধ্যে।

ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা জানান, নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর বিষয়ে সমঝোতা চুক্তি রয়েছে ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে। বিষয়টি নিয়ে যোগাযোগে রয়েছে বিএসএফ এবং বিজিবি (বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বর্ডার গার্ড বাংলাদেশ)। আশা করা যাচ্ছে দ্রুত বাস্তবায়িত হবে এই সমঝোতা। বিশেষজ্ঞদের মত, বাংলাদেশের দোদুল্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর