বাংলাহান্ট ডেস্ক : বুধবার ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখায় গুলি চালালো পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে এই বিষয়টি ইতিমধ্যেই জানানো হয়েছে। তবে একটা বিষয় উল্লেখ্য যে, এই ঘটনার পর কিন্তু ছেড়ে কথা বলেনি ভারত (India)। পাকিস্তানকে মুখের উপর জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ফলস্বরূপ পাক সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর।
পাকিস্তানকে মোক্ষম জবাব ভারতের (India)
বুধবার রাতে ভারতীয় সেনার (Indian Army) তরফে এই বিষয়টি জানানো হয়েছে। জানা গিয়েছে যে, জম্মু ও কাশ্মীরের আখনুরে মঙ্গলবার নিয়ন্ত্রণরেখায় তল্লাশি অভিযান চালাচ্ছিল ভারতীয় সেনা জাওয়ান। সেখানেই বিস্ফোরণের দুই সেনা জওয়ান শহীদ হন। ঘটনাটির এক দিনের মাথায় আবারো কৃষ্ণা ঘাটি সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনা।
আরোও পড়ুন : স্লট লিডার মিত্তির বাড়ি! TRP তালিকায় ফের ছক্কা হাঁকাল পরিণীতা! কথা-ফুলকিদের কী হাল?
ভারতীয় সেনাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয় বলেই অভিযোগ উঠেছে। তার মোক্ষম জবাব দিয়েছে ভারতীয় সেনা। তবে পাকিস্তানের (Pakistan) পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি। তবে পাক সোনার ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বলে মনে করা হচ্ছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পাক সেনার জনৈক আধিকারিকের এক ভিডিও।যদিও ভিডিওতে কোনও তারিখ উল্লেখ করা নেই। শহীদ সেনাদের প্রতি তিনি শ্রদ্ধা জানিয়েছেন, সেই দৃশ্যই ধরা পড়েছে ভিডিওতে। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, একই এলাকায় বুধবার সন্ধ্যায় ল্যান্ড মাইন্ড বিস্ফোরণে সেনার এক জুনিয়র কমিশন্ড অফিসার আহত হয়েছেন। ওই সেনা আধিকারিক মেন্ধারের বাসিন্দা।
আরোও পড়ুন : শত্রুরা হবে কুপোকাত! ভারতীয় সেনাবাহিনীর হাতে এল বিশেষ ক্ষমতা, জানলে চমকে উঠবেন
নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি টহল দিচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় দুর্ঘটনাটি ঘটে যায়। আহত সেনা জওয়ানকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর। ওই নিয়ন্ত্রণরেখার কাছাকাছি টহল দিচ্ছিলেন। সে সময়েই দুর্ঘটনাটি ঘটে। আহত জওয়ানকে সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে।
ভারত (India) ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি পুনর্নবীকরণ করা হয় ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি। তারপর থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা খুব একটা ঘটেনি। তবে নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা অশান্তির ঘটনা বেড়েছে। মঙ্গলবার আইইডি বিস্ফোরণে দুই সেনা জওয়ান শহীদ হয়েছেন। আহত হয়েছেন একজন।