রেগে লাল হবে বেজিং, চীনকে পর্যুদস্ত করতে এই কোম্পানির বিরুদ্ধে ব্যাপক অ্যাকশন ভারতের

বাংলা হান্ট ডেস্কঃ চীনা কোম্পানিগুলোর প্রতি সরকারের মনোভাব কঠোর হচ্ছে। সম্প্রতি 54টি চীনা অ্যাপ নিষিদ্ধ করার পর এখন আয়কর বিভাগ কর ফাঁকির মামলায় একটি বড় পদক্ষেপ নিয়ে চীনা টেলিকম কোম্পানি Huawei-র অনেক অফিসে হানা দিয়েছে। এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে বুধবার। রিপোর্টে বলা হয়েছে যে, মঙ্গলবার দিল্লি, গুরুগ্রাম এবং বেঙ্গালুরুতে Huawei কোম্পানিতে অভিযান চালানো হয়েছিল।

রিপোর্টে বলা হয়েছে, আয়কর বিভাগের কর্মকর্তারা কোম্পানি, তার ভারতীয় ব্যবসা এবং বিদেশী লেনদেনের বিরুদ্ধে কর ফাঁকির তদন্ত করতে কোম্পানির আর্থিক নথি এবং অ্যাকাউন্টের অনুসন্ধান করেছেন। সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আয়কর দল এসব জায়গা থেকে কিছু নথি বাজেয়াপ্তও করেছে। তবে, কোম্পানিটি কর ফাঁকির অভিযোগ উড়িয়ে দিয়েছে এবং বলেছে যে, ভারতে তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে আইনের অধীনে করা হচ্ছে।

সংস্থাটি একটি বিবৃতি জারি করে বলেছে যে, আয়কর বিভাগের টিমের তরফ থেকে আমাদের বিভিন্ন অফিস পরিদর্শন করা এবং কয়েকজন কর্মচারীকে একসাথে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে তথ্য পাওয়া গিয়েছে। Huawei আত্মবিশ্বাসী যে, ভারতে তাদের ক্রিয়াকলাপগুলি সমস্ত আইন ও প্রবিধান মেনে পরিচালিত হচ্ছে৷ উল্লেখযোগ্যভাবে, সরকার Huawei-কে 5G পরিষেবা পরীক্ষণ করার অনুমতি দেয়নি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর