বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্ৰসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারত-মালদ্বীপ (India-Maldives) কোর গ্রুপের দ্বিতীয় বৈঠক গত শুক্রবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে সম্পন্ন হয়। ওই আলোচনায় মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। পাশাপাশি, ওই বৈঠকে এই বিষয়ে একমত হওয়া গিয়েছে যে, ভারত মালদ্বীপে মোতায়েন সেনাদের জায়গায় অসামরিক দল মোতায়েন করবে। এমন পরিস্থিতিতে “ইন্ডিয়া আউট” ক্যাম্পেন চালিয়ে মালদ্বীপে ক্ষমতায় আসা মহম্মদ মুইজ্জুকে (Mohamed Muizzu) আবারও ভারতের সঙ্গে আপোস করতে হল।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মালদ্বীপে যে অসামরিক দলটি মোতায়েন করা হবে তার সদস্যরা প্রত্যেকেই ভারতীয় হবেন এবং ভারতীয় সেনাদের কাজ ওই দল এগিয়ে নিয়ে যাবে। এমতাবস্থায়, এই বৈঠকের ফলাফলকে দুই দেশেরই জয় হিসেবে দেখা হচ্ছে। এই সিদ্ধান্তের মাধ্যমে, মোহাম্মদ মুইজু মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের ফেরত পাঠাতে সফল হয়েছেন। যদিও, ভারত ওই জায়গা খালি করছে না। বরং ভারত সেনাদের জায়গায় অসামরিক দল মোতায়েন করবে।
মালদ্বীপের বিদেশ মন্ত্রক কি জানিয়েছে: ওই বৈঠকের পর মালদ্বীপের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে, ওই দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছে। ভারত আগামী, ১০ মার্চ, ২০২৪-এর মধ্যে তিনটি বিমান চলাচল প্ল্যাটফর্ম থেকে সেনা প্রত্যাহার করবে। পাশাপাশি, ১০ মে, ২০২৪-এর মধ্যে অবশিষ্ট দু’টি প্ল্যাটফর্ম থেকে সেনা প্রত্যাহার করবে। মন্ত্রক তার বিবৃতিতে জানিয়েছে, ভারত-মালদ্বীপ কোর গ্রুপের দ্বিতীয় বৈঠকে, উভয় দেশ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারিত্বের ক্ষেত্রে সম্পর্ক উন্নত করতে দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করেছে। মন্ত্রক সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কোর গ্রুপের তৃতীয় বৈঠক হবে।
আরও পড়ুন: রাজনৈতিক অস্থিরতার আবহেই মালয়েশিয়া পেল নতুন রাজা! তাঁর সম্পদের পরিমাণ জানলে হয়ে যাবেন “থ”
চিনা সেনা মোতায়েন করতে চেয়েছিলেন মুইজ্জু: রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, মুইজ্জু মালদ্বীপ থেকে ভারতীয় সেনা অপসারণ করে চিনা অসামরিক দলকে মোতায়েন করতে চেয়েছিলেন। তবে তিনি তাঁর নিজের দেশে বিরোধী দলগুলির শক্তিশালী বিরোধিতার ভয়ে এখন চাপে রয়েছেন। একটি রিপোর্টে বলা হয়েছে, মুইজ্জু ভারতীয় সেনাবাহিনীর জায়গায় সিঙ্গাপুরে কর্মরত একটি চিনা কোম্পানির এক অসামরিক দল মোতায়েন করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ভারতের চাপের কারণে মুইজ্জুকে তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করতে হল।
আরও পড়ুন: মলদ্বীপকে বাদ দিয়ে শ্রীলঙ্কাকে বেশি আর্থিক সাহায্য! ফের বড় ঝটকা দিল ভারত, আরও চাপে দ্বীপরাষ্ট্র
একটি রিপোর্ট অনুযায়ী, মুইজ্জু শপথ নেওয়ার পর ভারতের দেওয়া হেলিকপ্টার, ডর্নিয়ার এয়ারক্রাফট এবং অফশোর পেট্রোলিং শিপ পরিচালনা বন্ধ করে দিয়েছিলেন। এই কারণে মালদ্বীপে মেডিক্যাল ইভাকুয়েশন সার্ভিস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি মালদ্বীপে চিকিৎসার অভাবে এক শিশুর মৃত্যুও ঘটেছে। এরপরে ভারতীয় হেলিকপ্টার, বিমান এবং অফশোর পেট্রোলিং শিপের পরিচালনার বিষয়ে মুইজ্জুর ওপর চাপ বেড়েছে।