বাংলাহান্ট ডেস্ক : স্কুলের পড়াশোনা শেষ করে অনেকেই স্বপ্ন দেখেন দেশের (India) সেরা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। সেক্ষেত্রে শিক্ষার্থীদের অন্যতম ভরসা NIRF র্যাঙ্ক। ২০২৪ সালে এনআইআরএফ ইন্ডিয়া র্যাঙ্কিং অনুযায়ী ভারতের (India) সেরা ১০ টি বিশ্ববিদ্যালয় কোনগুলি জেনে নেব আজকের প্রতিবেদনে।
ভারতের (India) সেরা ১০ বিশ্ববিদ্যালয়
গবেষণা এবং উদ্ভাবনে উৎকর্ষতার জন্য তালিকায় প্রথম স্থান অধিকার করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc), বেঙ্গালুরু। অনবদ্য ক্যাম্পাসিং ও দুর্দান্ত পরিবেশের জন্য তালিকার দ্বিতীয় স্থানে রাখা হয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়কে (জেএনইউ)। তৃতীয় স্থানে রয়েছে দিল্লিতে অবস্থিত Jamia Millia Islamia।
শিক্ষা ও স্নাতক স্তরে দুর্দান্ত ফলের জন্য তালিকার চতুর্থ স্থান দখল করেছে কর্নাটকে অবস্থিত Manipal Academy of Higher Education। উত্তরপ্রদেশে অবস্থিত Banaras Hindu University রয়েছে এনআইআরএফ ইন্ডিয়া র্যাঙ্কিং তালিকার রয়েছে পঞ্চম স্থানে। দিল্লিতে অবস্থিত University of Delhi এই তালিকায় ষষ্ঠ স্থান দখল করে নিয়েছে।
আরোও পড়ুন : হাতে মাত্র ৪ দিন! একদম জলের দরে মিলছে iPhone 16 সিরিজ, মিস করবেন না সুযোগ
NIRF তালিকায় সপ্তম স্থানে রয়েছে তামিলনাড়ুতে অবস্থিত Amrita Vishwa Vidyapeetham। উত্তরপ্রদেশে অবস্থিত Aligarh Muslim University রয়েছে তালিকার অষ্টম স্থানে। তালিকার নবম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের Jadavpur University। এই তালিকা দশম স্থানে জায়গা করে নিয়েছে তামিলনাড়ুর Vellore Institute of Technology।
NIRF দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলি বেছে নেওয়ার ক্ষেত্রে জোড় দেয় বেশ কয়েকটি বিষয়ের উপর। গবেষণা এবং পেশাগত অনুশীলন (RP), স্নাতক ফলাফল (GO), আউটরিচ এবং ইনক্লুসিভিটি (OI) প্যারামিটারের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয় তালিকা। ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) নির্দিষ্ট প্যারামিটারের উপর গবেষণা করে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলিকে চিহ্নিত করে থাকে।