বাংলাহান্ট ডেস্ক : ভারতের (India) বিখ্যাত রেস্তোরাঁগুলির নাম উঠল এশিয়ার (Asia) সেরা রেস্তোরাঁর (Resturant) তালিকায়। একেবারে সাত সাতটি রেস্তোরাঁর নাম উঠেছে এই তালিকায়। হোটেল, বার এবং রেস্তোরাঁ নির্বাচনের জন্য বিখ্যাত এক সংস্থা এবার তেমনই তথ্য প্রকাশ করেছে। কলকাতার মানুষদের মনে প্রশ্ন, এশিয়ার সেরা রেস্তোরাঁগুলির তালিকায় কি তবে এবার কলকাতা রয়েছে?
ভারতের (India) সেরা রেস্তোরাঁ
কলকাতার (Kolkata) মানুষদের জন্য কি এল সুখবর? প্রথমবারের মতো এশিয়ার সেরা রেস্তোরাঁগুলির তালিকায় জায়গা করে নিতে পারল কি কলকাতা? জানা গিয়েছে , কসৌলির নার রেস্তোরাঁগুলির মধ্যে অন্যতম। এটি নতুন রেস্তোরাঁ। মাত্র ২০টি আসনের এই রেস্তোরাঁর পরিচালনার দায়িত্বে আছেন শেফ প্রতীক সাধু। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই অনন্য রেস্তোরাঁ। হিমালয় অঞ্চলের ঐতিহ্যবাহী রান্নার জন্য বিখ্যাত এই রেস্তোরাঁ।
আরও পড়ুন : ট্র্যাক বদলাতেই খুলল কপাল, TRP-র তলানি থেকে এক লাফে এক নম্বরে এই মেগা!
দিল্লির একটি অতি পরিচিত এবং জনপ্রিয় রেস্তোরাঁ ইনজা। ভারতীয়-জাপানি খাবারের জন্য এটি বিখ্যাত। নিজস্ব খামার থেকে টাটকা উপাদান ব্যবহার করেন বেঙ্গালুরুর ফার্মলোর। প্রথমবারের মতো এশিয়ার সেরা ৫০ রেস্তোরাঁর বর্ধিত তালিকায় জায়গা করে নিয়েছে এই রেস্তোরাঁগুলোও।
আরও পড়ুন : পরপর কাঁচি গল্পে, ‘উড়ান’ এর পর বন্ধের মুখে এই সিরিয়াল! বড় ধাক্কা চ্যানেলে
এশিয়ার সেরা ৫০ রেস্তোরাঁর বর্ধিত তালিকায় ভারতের (India) কোন কোন রেস্তোরাঁ ?
জানা গিয়েছে, সেরা ৫০টি রেস্তোরাঁর নাম ঘোষণা করা হবে আগামী ২৫ মার্চ সিউলে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে। এরই মধ্যে ৫১ থেকে ১০০-র মধ্যে থাকা রেস্তোরাঁ গুলির ফলাফল প্রকাশ করা হয়েছে। মুম্বই, দিল্লি, কসৌলি এবং বেঙ্গালুরুর সাতটি জনপ্রিয় রেস্তোরাঁ রয়েছে এই তালিকায়। সাতটি ভারতীয় রেস্তোরাঁ স্থান পেয়েছে ২০২৫ সালের এশিয়ার সেরা রেস্তোরাঁর তালিকায়…
দ্য বোম্বে ক্যান্টিন, মুম্বাই – ৯১তম স্থানে
দম পুখত, নয়াদিল্লি – ৮৯তম স্থানে
দ্য টেবিল, মুম্বাই – ৮৮তম স্থানে
ইনজা, নয়াদিল্লি – ৮৭তম স্থানে
আমেরিকানো, মুম্বই – ৭১তম স্থানে
ফার্মলোর, বেঙ্গালুরু – ৬৮তম স্থানে
নার, কসৌলি – ৬৬তম স্থানে।
তবে জানিয়ে রাখি, এশিয়ার সেরা ৫০ রেস্তোরাঁর এই বর্ধিত তালিকায় কলকাতার কোনও রেস্তোরাঁর নাম নেই বলেই খবর।