সিরিজ জিতে বিশ্বরেকর্ড করলো ভারত, রোহিত শর্মারা ছুঁয়ে ফেললেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল ঘরের মাঠে দ্বিতীয় ওডিআইতে ওয়েস্ট ইন্ডিজকে ৪৪ রানে হারিয়েছে। এতে করে তিন ম্যাচের সিরিজে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে গেছে। ভারতীয় দল ক্যারিবিয়ান দলকে ঘরের মাঠে টানা সপ্তমবার এবং সামগ্রিকভাবে টানা ১১বার সিরিজে হারিয়েছে।

সিরিজ জয়ের পাশাপাশি, ভারতীয় দল ১১বার দ্বিপাক্ষিক সিরিজে সবচেয়ে অর্থাৎ সবচেয়ে বেশিবার একদিনের ক্রিকেটে যে কোনও একটি দলকে হারানোর বিশ্ব রেকর্ড তৈরি করেছে। এর আগে এই রেকর্ডটি শুধুমাত্র পাকিস্তানের নামে ছিল, যারা টানা ১১টি সিরিজে জিম্বাবোয়েকে হারিয়েছে।

IMG 20211101 190543

এই সিরিজ জয়ের ফলে ভারত, পাকিস্তানকে ছুঁয়ে ফেললো। এর আগে ২০০৬ সালের মে মাসে, ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে ভারতকে ৪-১ ব্যবধানে পরাজিত করেছিল। তারপর থেকে ভারত আর ওয়েস্ট ইন্ডিজের কাছে কোনওদিন হারেনি। তার আগে ২০০২ সালে শেষবার ভারতের মাটিতে একদিনের সিরিজ জিতেছিল ভারত।

টানা কোনও এক প্রতিপক্ষকে সিরিজে হারানোর রেকর্ড:

• পাকিস্তান জিম্বাবোয়েকে টানা ১১ বার হারিয়েছে (১৯৯৬-২০২!)

• ভারত ওয়েস্ট ইন্ডিজকে টানা ১১ বার হারিয়েছে (২০০৭-২০২২)

• পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে টানা ৯ বার হারিয়েছে (১৯৯৯-২০১৭)


Reetabrata Deb

সম্পর্কিত খবর